২০১৪ সালের প্রাথমিক টেট-এর নিয়োগের তথ্য তলব কলকাতা হাই কোর্টের। পুজোর আগেই বাংলার রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের। উত্তরপ্রদেশ ভোটের প্রচারে প্রধানমন্ত্রীকে ঘিরেই রণকৌশল গেরুয়া শিবিরের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হওয়ার পরই ধোনিকে নিয়ে বিতর্ক।
হেডলাইন:
আরও শুনুন: 8 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ষড়যন্ত্রের শিকার হয়ে ভোটে দাঁড়াতে হচ্ছে, বিস্ফোরক মমতা
বিস্তারিত খবর:
1. ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। রাজ্যের কাছে তলব করা হল নিযুক্তদের পূর্ণাঙ্গ তালিকা। তালিকা জমা দিতে হবে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে।
নিয়োগে অস্বচ্ছতার প্রশ্ন তুলে দু’দিন আগে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে প্রাথমিক টেট মামলা চলবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে। তিনি এই মামলাটিকে বৃহস্পতিবার জনস্বার্থ মামলায় পর্যবসিত করেন। তারই পরিপ্রেক্ষিতে এই নির্দেশ। তালিকা যথেষ্ট দীর্ঘ হবে বলে জমা দেওয়ার জন্য সময় চায় রাজ্য। তবে ২২ সেপ্টেম্বরের পর অতিরিক্ত সময় দেওয়ার আরজি খারিজ করে দেয় হাই কোর্ট। নিয়োগ সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে উচ্চ আদালত।
2. মুর্শিদাবাদের দুই কেন্দ্রের নির্বাচন এবং ভবানীপুরের উপনির্বাচন মিটলেই ফের ভোটের বাদ্যি বাংলায়। পুজোর আগেই এ রাজ্যে হতে চলেছে রাজ্যসভা ভোট। এই মর্মেই বৃহস্পতিবার নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। তবে শুধু বাংলা নয়, রাজ্যসভা ভোট হতে চলেছে আরও চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে।
বিধানসভা ভোটে জয়ের পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন বর্তমানে তৃণমূল বিধায়ক মানসরঞ্জন ভুঁইঞা। নির্দেশিকা অনুযায়ী, সেই আসনটিতে ভোট হবে আগামী ৪ অক্টোবর। ২২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার দিন। এই আসনে তৃণমূল-বিজেপি, দুই যুযুধান পক্ষের লড়াইয়ের দিকে নজর রাজনৈতিক মহলের। তবে শুধু বাংলা নয়, ওই একই দিনে অসমের ১টি, তামিলনাড়ুর ২টি, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের ১টি করে আসনে ভোট হবে। একই দিনে ভোট হবে পুদুচেরির ১টি আসনেও।
প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর এবং মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে ভোট। এই নির্বাচনগুলির ফল ঘোষণার পর দিনই ভোট হতে চলেছে রাজ্যসভার ফাঁকা আসনটিতে।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।