ভবানীপুর উপনির্বাচনের প্রচারে নেমে বিস্ফোরক মমতা। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে তরজা। হাই কোর্টে বড় ধাক্কা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। সাসপেন্ড হওয়া ৩ পড়ুয়াকে ক্লাসে ফেরানোর নির্দেশ। অনশন ভাঙলেন পড়ুয়ারা। আফগানিস্তানে পরপর ফতোয়া জারি তালিবানের। নিষেধাজ্ঞা আফগান মহিলাদের খেলাধুলায়।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বুধবার ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার কর্মিসভা থেকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রকে। অভিযোগ করলেন, ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পরিকল্পনামাফিক ব্যবহার করছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এদিন একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী।
এদিনের কর্মিসভার শুরু থেকেই কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, নির্বাচন ঘোষণা হলেই এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূলকে হেনস্তা করার চেষ্টা করছে কেন্দ্র। পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর তলব করার প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন মোদি ও শাহকে। কটাক্ষ করলেন নারদ কাণ্ড নিয়েও। তৃণমূল সুপ্রিমো দাবি করেছেন, নন্দীগ্রাম কেন্দ্রে তাঁকে হারানোর জন্য সুপরিকল্পিতভাবে ছক কষেছে বিজেপি। নন্দীগ্রামের গণনার সময় ভিভিপ্যাট গোনা হয়নি। এমনকী ইভিএম নিয়েও তাঁর প্রশ্ন রয়েছে। মমতার অভিযোগ, তিনি ষড়যন্ত্রের বলি হয়েছেন।
ইতিমধ্যেই নন্দীগ্রামের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ। ভবানীপুর থেকে লড়ছেন তৃণমূল নেত্রী নিজে। ভবানীপুর কেন্দ্রে ইস্তফা দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহ কেন্দ্র থেকে লড়বেন বলে জানিয়েছেন মমতা।
2. দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সূত্রের খবর, তাদের সেই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কমিশন। তবে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য সরকার। ব্যাখ্যা তলব করা হতে পারে স্বরাষ্ট্রসচিবের কাছেও।
৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন। সেখানে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্য কীভাবে রাজ্যের ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা করতে পারে, তা নিয়েই প্রশ্ন গেরুয়া শিবিরের। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এদিন সাংগঠনিক সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শিশির বাজোরিয়া গিয়েছিলেন নির্বাচন কমিশনে। তবে কমিশনের যুক্তি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মনোনয়ন পেশ করেননি। অনুষ্ঠানটি হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা ভবানীপুর বিধানসভার অন্তর্গত নয়। উপরন্তু ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা পুরনো। ফলে বিজেপির অভিযোগকে পাত্তা দিতে নারাজ কমিশন।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।