ED দপ্তরে টানা ৯ ঘণ্টা জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেরা শেষে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। ভবানীপুর উপনির্বাচন নিয়ে প্রচারে নামবেন মমতা। তালিবানের সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ। সরকার গঠনের অনুষ্ঠানে অতিথি তালিকায় চিন-পাকিস্তান-রাশিয়া। বাদ পড়ল ভারত। আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠক নরেন্দ্র মোদির।
হেডলাইন:
আরও শুনুন: 5 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- উপনির্বাচনের ঢাকে কাঠি, ভবানীপুরে প্রার্থী Mamata Banerjee
আরও শুনুন: 4 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ভবানীপুরে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর, প্রচার শুরু তৃণমূলের
বিস্তারিত খবর:
1. নির্ধারিত সময়েই দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় ইডির দপ্তরে ঢুকেছিলেন তিনি। তার পর বেলা গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও ইডির দপ্তর থেকে বেরননি তিনি। শেষে ৯ ঘণ্টা পর রাত ৮টা নাগাদ ইডি দপ্তর থেকে বের হন অভিষেক। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে তোপ দেগে ‘উৎখাতের’ ডাক দেন তিনি।
অভিষেকের কথায়, “যা জানতে চাওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছি। ভিতরে কী কথা হয়েছে সেটা তো বলতে পারব না। বারবার বলছি, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনুন। রাজনৈতিকভাবে রাজনীতির লড়াই করুন। ”
এদিন দেশ থেকে বিজেপিকে উৎখাতের চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বললেন, “যে যে রাজ্যে বিজেপি আছে সেখানে সেখানে যাব। আমরাই বিজেপিকে হারাব।
2. সোমবার কাবুলে এক সাংবাদিক সম্মেলনে পঞ্জশির দখলের কথা ঘোষণা করল তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। ‘সিংহের উপত্যকা’ বিজয়ের পরই সরকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ বলে জানাল তালিবান। নতুন সরকার গঠনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান, চিন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরান। তবে এখনও পর্যন্ত তালিবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের।
কয়েকদিন আগেই দোহায় তালিবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় ভারতের রাষ্ট্রদূতের। তার আগেও ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছিল তালিবান সরকারের সম্ভাব্য বিদেশমন্ত্রী। আফগানিস্তানের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না বলেও জানিয়েছিল সে। তারপরই ভোলবদল করে কাশ্মীর ইস্যু নিয়ে আওয়াজ তোলে তালিবান।
উল্লেখ্য, ১৯৯৬-এর তালিবান সরকারকে মান্যতা দেয়নি ভারত। এবার এখনও ‘ধীরে চলো’ নীতি নিয়ে জল মাপছে কেন্দ্র। এদিকে পাকিস্তান ও চিনের সঙ্গে তালিবানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা মাথাব্যথা বাড়াচ্ছে ভারতের। এই পরিস্থিতিতে নতুন সরকার গঠনের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার ফলে উদ্বেগ আরও বাড়ল বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।