ভবানীপুরে উপনির্বাচনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি দপ্তরে হাজিরা দেওয়ার সম্ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিন-পাকিস্তানের সঙ্গে তালিবানের ঘনিষ্ঠতা উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। অনশনের সিদ্ধান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের। টোকিও প্যারালিম্পিকে ৫ সোনা সহ ১৯ পদক পেল ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 4 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ভবানীপুরে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর, প্রচার শুরু তৃণমূলের
আরও শুনুন: 3 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ৬ সেপ্টেম্বর থেকে নয়া নিয়ম, বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা
বিস্তারিত খবর:
1. মিটল দীর্ঘ টানাপোড়েন। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন এবং জঙ্গিপুর ও সামসেরগঞ্জের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার এই তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। শনিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষিত হতেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানিয়ে দেওয়া হল, জঙ্গিপুর কেন্দ্র থেকে লড়াই করবেন জাকির হোসেন। সামসেরগঞ্জে লড়বেন আমিরুল ইসলাম।
একুশের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে প্রার্থী হয়েছিলেন জাকির হোসেনই। কিন্তু ভোটের আগেই নিমতিতায় প্রবল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। এদিকে আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় প্রাণ হারানোয় শেষমেশ ভোট স্থগিত হয়ে যায় ওই কেন্দ্রে। অবশেষে ৩০ সেপ্টেম্বর ভোট হতে চলেছে সেখানে। এদিকে, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান সাফ জানিয়ে দিলেন, মনোনয়ন জমা করলেও নির্বাচনী লড়াইয়ের ময়দানে থাকবেন না তিনি।
2. ৬ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল ইডি। আর রবিবার দুপুর ৩টের বিমানে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
কয়লা কেলেঙ্কারির তদন্তে সক্রিয়তা বাড়ানোর পর এ নিয়ে দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করে ইডি। রবিবার বিমানবন্দরে দাঁড়িয়ে এ প্রসঙ্গে ফের ‘রাজনৈতিক ষড়যন্ত্র’-এর অভিযোগ তুললেন অভিষেক। রাজ্যে একুশের নির্বাচনের আগে তদন্তের জন্য অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ হাজির হয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বিষয়টিকে ভোটের আগে বিজেপির ষড়যন্ত্র বলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয়বার ইডি-র নোটিস পেয়ে অভিষেকের স্ত্রী রুজিরা সাফ জানান, তিনি এই মুহূর্তে সন্তানদের ছেড়ে দিল্লি যেতে পারবেন না। সংশয় ছিল অভিষেককে নিয়েও। তবে নির্দিষ্ট দিনে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্যই তাঁর আজকের দিল্লি সফর বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।