আন্দোলন জট কাটাতে উদ্যোগী রাজ্য। স্বাস্থ্যভবনে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসার ডাক মুখ্যসচিবের। সাড়া দিলেন জুনিয়র ডাক্তাররাও। আর জি কর কাণ্ডে দেশজুড়ে প্রতীকী অনশন ডাক্তারদের। গণইস্তফা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যালে। ব্যক্তিগত ইস্তফার হুঁশিয়ারি সিনিয়রদের। ষষ্ঠীর দিনই নতুন রেপো রেট ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের। আমজনতাকে স্বস্তি দিয়ে অপরিবর্তিত সুদের হার। রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর।
হেডলাইন:
আরও শুনুন: 8 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- তৃতীয়বার হরিয়ানার মসনদে বিজেপি, কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট
বিস্তারিত খবর:
1. অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। জটিল পরিস্থিতির সমাধান সূত্র খুঁজতে বুধবার জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠকে বসার ডাক দিল রাজ্য সরকার। আন্দোলনকারীদের ৮-১০ জন সদস্যকে স্বাস্থ্যভবনে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসার আরজি জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে স্বাস্থ্যভবনে যাবেন আন্দোলনকারীরা। তাঁদের তরফে দেবাশিস হালদার জানান, “দুর্বল হয়ে পড়েছি বলে যাচ্ছি না। আরও একবার দাবি আদায়ের জন্য যাচ্ছি।” তবে নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। তাঁদের সাফ কথা, ১০ দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে এদিন রক্তদান শিবির, অভয়ার প্রতীকী মূর্তি নিয়ে মণ্ডপে মণ্ডপে পূজা পরিক্রমা ও লিফলেট বিলি, দিনভর কর্মসূচি ছিল জুনিয়র ডাক্তারদের। ওই পরিক্রমাকে কেন্দ্র করেই পুলিশি বাধার অভিযোগে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে এদিন থেকে বাড়ির সামনে ধরনায় বসেছেন মৃতার মা-বাবাও। সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক কোনদিকে গড়ায়, আপাতত সেদিকেই তাকিয়ে উদ্বিগ্নরা।
2. আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে শামিল ৭ জুনিয়র ডাক্তার। এই পরিস্থিতিতে তাঁদের সংহতি জানিয়ে এবার দেশজুড়ে প্রতীকী অনশনে চিকিৎসকরা। অনশনের পাশাপাশিই চলল রোগীদের পরিষেবা দেওয়াও। প্রত্যেকের দাবি একটাই, অভয়ার সুবিচার, এবং আর কোনও অভয়ার ঘটনা যাতে না ঘটে।
এদিকে আর জি কর, মেডিক্যাল কলেজের পর মহাষষ্ঠীর সকালে বিচারের দাবিতে গণইস্তফা দিলেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রায় শতাধিক সিনিয়র চিকিৎসক। একই দিনে গণইস্তফার পথে হাঁটলেন মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা। রাজ্যের গুরুত্বপূর্ণ তিন মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও জানিয়ে দিলেন, জুনিয়রদের দাবিপূরণে রাজ্য যদি সদর্থক ভূমিকা না নেয়, উপরন্তু অনশনরত জুনিয়রদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে, তবে তাঁরা একে একে ব্যক্তিগতভাবে ইস্তফা দেবেন। সরকারের দাবি, গণইস্তফা নিয়ম মেনে হয়নি। তাই এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটবেন, কার্যত রাজ্যকে ডেডলাইন দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।