‘অভয়া’ ইস্যুতে ফের রাজপথে জুনিয়র ডাক্তাররা। মিছিল শেষে ধর্মতলা থেকে আন্দোলন জারি রাখার বার্তা। পালটা গণকনভেনশন অ্যাসোসিয়েশনের। আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। মঙ্গলে জিটিএ-সহ একাধিক উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক। হাওড়ায় শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। তদন্ত করবে ৫ সদস্যের কমিটি। আর জি কর কাণ্ড থেকে শিক্ষা সিপিএমের। মহিলাদের হেনস্তার অভিযোগ নিতে চালু ‘তিলোত্তমা ড্রপ বক্স’।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. অভয়া কাণ্ডের তিনমাসের মাথায় ফের রাজপথে আন্দোলনে নামল জুনিয়র চিকিৎসকদের সংগঠন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একযোগে মিছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরামের। শামিল নাগরিক সমাজও। শনিবার প্রতিবাদী সমস্ত ছবি দিয়ে আর জি কর এবং এসএসকেএমের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে সাজানো হয়েছে ‘দ্রোহের গ্যালারি’। মিছিল শেষে ধর্মতলায় দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ডাক ডাক্তারদের। অন্যদিকে, এসএসকেএমের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে গণ কনভেনশনের আয়োজন জুনিয়র ডক্টরস ফ্রন্টের পালটা সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের।
2. রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের মাঝেই উত্তরবঙ্গ সফর। আগামী সপ্তাহে ফের পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, সোমবার দার্জিলিংয়ে পৌঁছবেন মমতা। পরদিন, ১২ তারিখ বিকেল সাড়ে ৩টে নাগাদ জিটিএ সদস্য এবং পাহাড়ের বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের কর্মসূচি সেরে ১৪ নভেম্বর কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। জিটিএ-র সঙ্গে বৈঠক, দার্জিলিংয়ে মেলার সূচনা, বীরসা মুন্ডা দিবস পালন-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্র – সিতাই ও মাদারিহাটে উপনির্বাচন। এদিকে দক্ষিণবঙ্গেও উপনির্বাচন হবে আরও চার কেন্দ্রে। তারই মাঝে জিটিএ এবং পাহাড়ের অন্যান্য উন্নয়ন বোর্ডগুলির সঙ্গে বৈঠকে ঠিক কী কী বিষয় উঠে আসে, সেদিকে নজর পাহাড়বাসীর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।