উদ্ধার হয়নি কবিগুরুর হারানো নোবেল। অভিযোগ তুলে সিবিআইকে বিঁধলেন মমতা। তদন্তের গতিপ্রকৃতি জানার দাবিতে সরব রাজ্য সরকার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। শুক্রবার পর্যন্ত শহরে চলতে পারে বৃষ্টি। জানাল আবহাওয়া দপ্তর। নিরলস সাহিত্যসাধনার স্বীকৃতি। বিশেষ বাংলা আকাদেমি পুরস্কারে সম্মানিত মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফে পুরস্কার গ্রহণ শিক্ষামন্ত্রীর। শেয়ার বাজারের মন্দা অব্যাহত। এবার ভারতীয় টাকার দামে রেকর্ড পতন। ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম দাঁড়াল ৭৭ টাকা ৪৬ পয়সা।
হেডলাইন:
আরও শুনুন: 8 মে 2022: বিশেষ বিশেষ খবর- উপকূলবর্তী জেলাগুলিতে ‘অশনি’ সংকেত, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর জেলা সফর
আরও শুনুন: 7 মে 2022: বিশেষ বিশেষ খবর- রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, চলছে ‘গ্রেট ইন্ডিয়ান লুট’, তোপ মমতার
বিস্তারিত খবর:
1. রবি ঠাকুরের জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিবিআই। ১৮ বছর কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি কবিগুরুর চুরি যাওয়া নোবেলের। তদন্তের গতিপ্রকৃতি জানার দাবিতে এবার সুর চড়াল রাজ্যের শাসক দল। সিবিআই এই তদন্তে তাদের অপারগতার কথা আদালতে জানালে রাজ্য সরকার তার দায়িত্ব নিতে প্রস্তুত, মমতার এই বক্তব্যে এখনও অনড় দল এবং সরকার।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে এদিন রবীন্দ্র সদনে রাজ্য সরকারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু-সহ বহু বিশিষ্টজনেরা। ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে এদিন গানে গানে কবিস্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নোবেল চুরি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বামফ্রন্ট আমলের ঘটনা। সিবিআই তদন্ত করছিল। তদন্ত প্রক্রিয়া সম্ভবত সিবিআই ক্লোজ করে দিয়েছে। নোবেল উদ্ধারই হল না, এটা লজ্জার।”
নোবেল ইস্যুতে এদিন সরগরম বাংলা। এদিন সকালে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, “রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল, তাই বাংলার ছেলেরা নোবেল চুরি করেছে। আর সিবিআইও তার কিনারা করতে পারছে না।” বিজেপি নেতা রাহুল সিনহার আবার অভিযোগ, “তৃণমূলের যোগসাজশেই নোবেল চুরি হয়েছিল। সেই কারণেই এত জোর দিয়ে নোবেল খুঁজে দেওয়ার কথা বলতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তদন্তে সিবিআইকে সহযোগিতা করেনি তৃণমূল, এই অভিযোগও তুলেছেন তিনি। রাহুলের মন্তব্যের পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
2. দক্ষিণ পূর্ব ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে তার প্রভাবে ইতিমধ্যেই কলকাতায় শুরু তুমুল বৃষ্টি। ‘অশনি’ মোকাবিলায় তৎপর প্রশাসন। এদিন দুপুরেই নবান্নে জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে তা অগ্রসর হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। ‘অশনি’র প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভেজার সম্ভাবনা কলকাতারও। ইতিমধ্যেই বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সুন্দরবন, কাকদ্বীপের মতো উপকূলবর্তী জায়গাগুলিতে। মঙ্গলবার থেকে বাংলা-ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যাঁরা এই মুহূর্তে সমুদ্রে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।