বর্ষা এলেও অগ্নিমূল্য বাজার। ১০ দিনের মধ্যে দাম কমানোর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মানিকতলা উপনির্বাচনের আগে বিস্ফোরক কুণাল ঘোষ। ঘুষের প্রস্তাব দিয়েছেন বিজেপি প্রার্থী, অভিযোগ TMC নেতার। মোদিকে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান। হাথরাস কাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র। যোগীকে৮৫০ পাতার রিপোর্ট পেশ SIT-র। ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। কেকেআরের নতুন মেন্টর হতে পারেন রাহুল দ্রাবিড়।
হেডলাইন:
আরও শুনুন: 8 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- দুদিনের রুশ সফরে মস্কোয় প্রধানমন্ত্রী, নজরে মোদি-পুতিন বৈঠক
বিস্তারিত খবর:
1. বর্ষার শুরুতেই অগ্নিমূল্য বাজার। মূল্যবৃদ্ধিতে রাশ টানতে কড়া দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোল্ড স্টোরেজে অতিরিক্ত আলু মজুত রাখা চলবে না। নাসিকের বদলে রাজ্যের চাষিদের কাছ থেকে কিনতে হবে পিঁয়াজ। রাজ্যের চাহিদা না মিটিয়ে ভিনদেশে পাঠানো যাবে না সবজি। প্রয়োজনে বর্ডারে চেকিং চলবে। বাজারে সিআইডি, পুলিশ, আইবির নজরদারির নির্দেশ। নজরদারি চালাতে গিয়ে তোলাবাজি করলে অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ধানের মতো চাষিদের কাছ থেকে সরাসরি সবজি কেনার পক্ষেও সওয়াল মমতার। প্রয়োজনে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরির পরামর্শও দিলেন তিনি। বাজারে বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্কফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। বাজারে নজরদারি চালানোর পাশাপাশি নিয়মিত বৈঠকে বসতে হবে সদস্যদের। থাকবেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি। প্রতি সপ্তাহে সেই রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে। এদিনের বৈঠকে, কারা, কী উদ্দেশে দাম এতটা বাড়িয়ে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কিছু লোক অতিরিক্ত লাভের আশায় দাম বাড়াচ্ছে বলে দাবি মমতার।
2. মানিকতলায় জিততে কুণাল ঘোষকে ‘ঘুষে’র প্রস্তাব কল্যাণ চৌবের। উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের। তাঁর কথায়, ফোনে দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দেন কল্যাণ। বিনিময়ে খেলার জগতে তাঁকে জাতীয় বা রাজ্যস্তরে বড় পদে বসানোর টোপ দেন এআইএফএফ সভাপতি। মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে জেতাতে কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির আহ্বায়ক পদে রয়েছেন কুণাল ঘোষ। প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নির্বাচনের আগে আগে তাঁকেই ‘দলে টানতে’ ঘুষের প্রস্তাব দিয়ে বসলেন বিজেপি প্রার্থী। এমনই অভিযোগ কুণাল ঘোষের। যদিও পালটা দিয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁর দাবি, “প্রার্থী হিসেবে অ্যাপ্রোচ করেছি। বাড়িতে পৌঁছতে পারিনি তাই ফোনে পৌঁছানোর চেষ্টা।” যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কুণাল। অডিও পোস্ট করে কুণালের দাবি, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। বিজেপি প্রার্থী নিজের স্বার্থে এআইএফএফকে ব্যবহার করছে বলেও অভিযোগ। বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য মানিকতলার বাসিন্দাদের কাছে আবেদন করেন কুণাল। অবশ্য এই অডিওটিও এডিট করা বলেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।