সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রাশিদ খান। জয়নগরে কল্পতরু মুখ্যমন্ত্রী। রাজ্যে ১২ হাজার কিমি গ্রামীণ রাস্তা, সাড়ে ৮ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা। নিয়োগ জটের কেন্দ্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের বিস্ফোরক কুণাল ঘোষ। মালদ্বীপ ইস্যুতে প্রধানমন্ত্রীর পাশে বিরোধীরাও। রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি।
হেডলাইন:
আরও শুনুন: 8 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ফের জেল ১১ ধর্ষকের, বিলকিস মামলায় সুপ্রিম তোপের মুখে গুজরাট সরকার
বিস্তারিত খবর:
1. সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত উস্তাদ রাশিদ খান। মঙ্গলবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫। বহুদিন ধরে লড়ছিলেন ক্যানসারের সঙ্গে । তার মধ্যেই হয় সেরিব্রাল স্ট্রোক। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “রাশিদের পরিবারের সঙ্গে খুবই মধুর সম্পর্ক। রাশিদের পরিবারের অভিভাবক হয়ে থাকব।” উত্তরপ্রদেশের বদায়ুঁতে জন্ম হলেও, ছোটবেলাতেই কলকাতায় চলে এসেছিলেন। তার পর থেকে এই বাংলাকেই নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন রামপুর-সহসওয়ান গায়কির শিল্পী ছিলেন উস্তাদ রাশিদ খান। এই ঘরানারই শিল্পী উস্তাদ নিসার হুসেনের কাছে তালিম নেন। পণ্ডিত ভীমসেন জোশীর খুবই কাছের মানুষ ছিলেন রাশিদ। তাঁকে দেশের শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ বলেছিলেন পণ্ডিতজি। শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাতনামা শিল্পী হলেও হিন্দি এবং বাংলা সিনেমাতেও গান গেয়েছিলেন তিনি। পেয়েছেন পদ্মশ্রী, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারও। আপাতত পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে শিল্পীর মরদেহ। বুধবার সকালে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানে অনুরাগীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন। পরে গান স্যালুটে সম্মান জানিয়ে সম্পন্ন হবে শেষকৃত্য। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া বাংলার সংস্কৃতিজগতে।
2. লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার জয়নগরের সভা হেকে মমতা জানালেন, ২০২৪-এই রাজ্যে তৈরি হবে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা। আর এই রাস্তা তৈরির কাজ পাবেন অন্তত সাড়ে ৮ লক্ষ জব কার্ড হোল্ডার। একই সঙ্গে এদিন দক্ষিণ ২৪ পরগনার জন্য ৭০০ কোটি টাকার প্রকল্পও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার জন্য মঙ্গলবার বেশকিছু প্রকল্প উদ্বোধনও করেন। পাশাপাশি, প্রায় আড়াই কোটি টাকা খরচে জয়নগরে তৈরি হচ্ছে মোয়া হাব। এখানেও নতুন করে কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, এদিন জয়নগরের সভা থেকেই রামমন্দির নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ দাবি, রাম মন্দির তৈরি আসলে বিজেপির গিমিক। এদিকে, প্রায় দুমাস পর দলুইখাঁকি কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কারা ভাড়াটে খুনিদের ভাড়া করে খুন করায়, তাদের খুঁজে বের করা দরকার বলে দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। একইসঙ্গে চিটফান্ড কাণ্ড ও ভাদু শেখ খুনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।