G-20 সম্মেলনের উদ্বোধনে বিভেদ ভোলার ডাক মুখ্যমন্ত্রীর। ‘গোটা বিশ্বই আমাদের মাতৃভূমি’, দিলেন বার্তা। ফের পাথর হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। বিচারপতি মান্থার এজলাস বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ আইনজীবীদের। বাতিল আরও ৩ প্রাথমিক শিক্ষকের চাকরি। ‘ব্রাজিলের গণতন্ত্রের উপর হামলা’র কড়া নিন্দা ভারতের প্রধানমন্ত্রীর।
হেডলাইন:
আরও শুনুন: 8 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- বসবাসের অযোগ্য যোশিমঠ, ঘোষণা উত্তরাখণ্ডের, উদ্বিগ্ন প্রধানমন্ত্রী
বিস্তারিত খবর:
1. জি-২০ সম্মেলনের সূচনায় বিভেদ মুছে একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ তম জি-২০ সম্মেলন আয়োজিত হচ্ছে ভারতে, ঘোষিত সূচি অনুযায়ী বাংলার রাজধানী কলকাতায় দুটি বৈঠক হওয়ার কথা। সোমবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হল তার সূচনা। আন্তর্জাতিক এই মঞ্চে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তাই ছড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, ”আপনাদের দেশ, আমাদের দেশ বলে আমি বিভেদ করি না। গোটা বিশ্বই আমার মাতৃভূমি। আপনারা যখন এখানে এসেছেন, তখন এই বাংলা আপনারও।” যেহেতু এদিনের আলোচ্য বিষয় ছিল মূলত অর্থনীতি, তাই মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে এ রাজ্যের আর্থিক পরিস্থিতির প্রসঙ্গ। রাজস্ব বৃদ্ধি থেকে শুরু করে জিডিপির হার বৃদ্ধি, করোনাকালে অর্থনৈতিক সচলতা বজায় রাখা-সহ একাধিক বিষয় সম্পর্কে ভাষণে বিস্তারিত বলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধার কথাও তুলে ধরেন। জনতার উন্নয়নই যে তাঁর সরকারের একমাত্র লক্ষ্য, জি-২০ সম্মেলনের অতিথিদের কাছে তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনই নারী সুরক্ষায় বড় পদক্ষেপ করল রাজ্য। গতিবিধি নিয়ন্ত্রণে সমস্ত বাণিজ্যিক গাড়িতে বসানো হচ্ছে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বা ভিএলটিডি। যার মাধ্যমে কন্ট্রোলরুমে বসেই দেখা যাবে যে কোনও গাড়ির অবস্থান। সেই সঙ্গে পাওয়া যাবে গাড়ির বিস্তারিত তথ্যও। সোমবার এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আপাতত ১০০০ বাস, ট্যাক্সি, ক্যাবে এই প্রযুক্তি বসানো হয়েছে। তবে ধীরে ধীরে সব গাড়িতেই এই প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক হবে বলেই জানা গিয়েছে।
2. ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলার অভিযোগ। সোমবার সকালে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে হুগলির চন্দনপুরে ট্রেনটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয় বলেই অভিযোগ। যাত্রীদের দাবি, ওই সেমি হাইস্পিড ট্রেনের সি ফাইভ কামরায় হামলা চালানো হয়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। কে বা কারা হামলা চালাল, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে ৯ দিনে চার বার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হল। প্রত্যাশিত ভাবেই, এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ হয়ে যাক, তা চান অনেকে। সে কারণেই বারবার ওই ট্রেনটিতে হামলা চালানো হচ্ছে। পালটা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করতে বসে রয়েছে বিজেপি। বিহারে হয়েছিল আগে। সেটাকে ব্যালান্স করতে এটা করেছে কিনা তা দেখা দরকার।” এই ধরনের সব ঘটনায় তদন্ত হোক বলেই দাবি তৃণমূল মুখপাত্রের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।