গরুপাচার কাণ্ডে সিবিআই-এর তলব সাংসদ-অভিনেতা দেবকে। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের একাধিক পুরসভায় জয়ী তৃণমূল। রাজ্যের ৪ পুরনিগমের ভোটে ৯ হাজার পুলিশবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। চতুর্থ শ্রেণির ৫৭৩ জন কর্মীর নিয়োগ বাতিল হাইকোর্টে। দ্রুত স্কুল খোলার পরামর্শ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। ফের বাড়ল করোনা সংক্রমণ। মার্চেই শুরু হবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো পরিষেবা।
হেডলাইন:
আরও শুনুন: 8 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- অখিলেশের প্রচারে লখনউয়ে মমতা, কড়া ভাষায় বিঁধলেন যোগীকে
আরও শুনুন: 7 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- রাজ্যে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’, উৎসাহ পড়ুয়াদের মধ্যে
বিস্তারিত খবর:
1. গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার তৃণমূলের তারকা সাংসদ দেব তথা দীপক অধিকারীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী সপ্তাহে, ১৫ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে, সিবিআই দপ্তরে। বুধবার এই মর্মে তাঁকে এক সপ্তাহ সময় দিয়ে নোটিস পাঠাল সিবিআই।
সূত্রের খবর, গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠে এসেছিল দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তাঁর নাম বলেছেন বলে সিবিআই সূত্রে খবর। সেইসব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনামুল বা এই কাণ্ডে জড়িত অন্যদের সঙ্গে কীভাবে টলিউড অভিনেতার যোগাযোগ, সে বিষয়ে বিশদে জানতে চাইতে পারেন সিবিআই আধিকারিকরা।
সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, আগামী মঙ্গলবার বেলা ১১টায় দেবকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিসে। তাঁকে প্রশ্নোত্তর পর্বের সবটাই রেকর্ড করা হবে। এনামুল এবং তাঁর সঙ্গীদের সঙ্গে দেবের যোগসূত্র খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। পাশাপাশি, গরু পাচার নিয়ে আরও কোনও তথ্য তাঁর কাছে পাওয়া যায় কি না, সেদিকেও নজর রয়েছে সিবিআইয়ের। দেবের অফিসে সিবিআই নোটিসটি পৌঁছে গিয়েছে বলে খবর। তবে এখনও এ বিষয়ে তারকা সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
2. ভোটাভুটির আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের একাধিক পুরসভায় জয়ী হল তৃণমূল। বীরভূমের সাঁইথিয়া এবং দক্ষিণ ২৪ পরগণার বজবজ পুরসভা দখল শাসকদলের। এখনও পর্যন্ত দিনহাটার ৭টি ওয়ার্ডে জয়ী ঘাসফুল শিবির।
বীরভূমের সাঁইথিয়া পুরভায় মোট ১৬টি ওয়ার্ড। প্রত্যেকটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। ১, ৪ এবং ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে সিপিএম। তবে বাকি কোনও ওয়ার্ডে আর প্রার্থী দিতে পারেনি তারা। বিজেপি এবং কংগ্রেস একটি ওয়ার্ডেও প্রার্থী দিতে পারেনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। যদিও এখনও মনোনয়নপত্র স্ক্রুটিনি বাকি। প্রার্থী দিতে না পারার কারণ হিসাবে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন।
সাঁইথিয়ার মতো বজবজ পুরসভাতেও জয়ের হাসি হেসেছে তৃণমূল। বুধবারই ছিল মনোনয়ন পেশের শেষদিন। ২০টির মধ্যে ১২টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেননি বিরোধীরা। স্বাভাবিকভাবেই তাই এই ওয়ার্ডগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘাসফুল শিবির। ডায়মণ্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি অপরেশ হালদারের অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে তৃণমূল। তাই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি।
কোচবিহারের দিনহাটাতেও জয়ের দোরগোড়ায় শাসক শিবির। ১৬টির মধ্যে সাতটি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ৮ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি। ৪টি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে। যদিও এই ফলাফলের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।