আর জি কর হাসপাতালে উদ্ধার জুনিয়র চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। ঘটনার তদন্তে গড়া হল ১১ সদস্যের কমিটি। মৃতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর। এনআরএস হাসপাতালে দেহদান বুদ্ধদেব ভট্টাচার্যের। গান স্যালুটে ‘না’, নাকচ সরকারি সুবিধাও। আশ্রয় চেয়ে কোচবিহার সীমান্তে ভিড় সংখ্যালঘুদের। শরণার্থীদের জন্য অবারিত দ্বার হতে ‘নারাজ’ দিল্লি। আবগারি দুর্নীতি মামলায় জামিন মণীশ সিসোদিয়ার।
হেডলাইন:
আরও শুনুন: 8 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-মমতার, আগামিকাল দেহদান
আরও শুনুন: 7 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- অলিম্পিক্সে অল্পের জন্য স্বপ্নভঙ্গ বিনেশের, সান্ত্বনা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. আর জি কর হাসপাতালে উদ্ধার জুনিয়র চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। ঘটনায় উত্তপ্ত হাসপাতাল চত্বর। প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়েও। তরুণীর রহস্যমৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক পিজিটি এবং পড়ুয়াদের। তবে কাজ চলেছে জরুরি বিভাগে। হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনার তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করেছে আর জি কর কর্তৃপক্ষ।
শুক্রবার আরজি করের ইমার্জেন্সি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেও অন ডিউটি ছিলেন তিনি। তরুণীর পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই চিকিৎসককে। মুখে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসকের বাবা জানিয়েছেন, তাঁদের ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. এনআরএস হাসপাতালে দেহদান সম্পন্ন হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষবার দেখতে কলকাতার রাস্তায় কার্যত জনসমুদ্র। লাল পতাকায় মুড়েছে রাস্তাও। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে রাজ্য নেতৃত্বের পাশাপাশি ছিলেন সর্বভারতীয় নেতারা। আলিমুদ্দিন স্ট্রিটে হাজির প্রকাশ কারাট, বৃন্দা কারাট, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ অন্যান্যরা। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় শামিল সৌরভ গঙ্গোপাধ্যায়, সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী, জ্যোতি বসুর পুত্রবধূ ডলি বসু প্রমুখ নানা জগতের মানুষ, তারকা থেকে অনুরাগী সকলেই। বিধানসভা, আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবন, দীনেশ মজুমদার ভবনে শ্রদ্ধাজ্ঞাপনের পর এনআরএস হাসপাতালে পৌঁছয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিলেও গান স্যালুট-সহ অন্যান্য সরকারি সুবিধা নিতে অস্বীকার আলিমুদ্দিনের। দলের যুক্তি, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব ছাড়ার পর সরকারি সাহায্য নেননি। তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সিপিএম। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের নামে পাম অ্যাভিনিউয়ের নতুন নামকরণের ভাবনা কলকাতা পুরসভার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।