বাতিল হতে পারে ২০১৪ সালের টেট। OMR-এর তথ্য না পেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি মান্থার। CBI-কে বিশেষ নির্দেশ আদালতের। কমিশনকে ‘গণতন্ত্রের হত্যাকারী’ তকমা অভিষেকের। মঙ্গলবার তৃণমূলের ধরনায় শামিল আপ-ও। ভূপতিনগর কান্ডে হাই কোর্টে মামলা দায়ের NIA-র। হাই কোর্টে খারিজ কেজরির আবেদন, থাকতে হবে জেলেই। অবশেষে চূড়ান্ত মহারাষ্ট্রের আসনরফা।
হেডলাইন:
আরও শুনুন: 7 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- ভূপতিনগর কাণ্ডে বিজেপি যোগের দাবি, সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল
বিস্তারিত খবর:
1. বাতিল হতে পারে ২০১৪ সালের টেট পরীক্ষা। OMR-এর তথ্য না পেলে সেই পদক্ষেপ করতেই বাধ্য হবে আদালত। মঙ্গলবার এমনটাই জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা। বহু আগেই ২০১৪ সালের টেটে কারচুপির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। অভিযোগকারীদের দাবি, ২০১৪ সালের টেটের নিয়োগ হয় ২০১৬ সালে। সেখানে বেআইনিভাবে নিয়োগ হয়েছে। বর্তমানে এই টেট সংক্রান্ত মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল ওএমআর শিটের আসল নথি নষ্ট করা হয়েছে। তবে সেই সঙ্গে বলা হয়েছিল যে, তথ্য ডিজিটাইজড করা হয়েছে। এদিন শিটের আসল তথ্য প্রসঙ্গেই সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তাঁর কথায়,”প্রযুক্তি বিজ্ঞান অনুযায়ী, কোনও তথ্য মুছে ফেললেও তা পুনরুদ্ধার সম্ভব। আর ওই সব তথ্য সিবিআইকে খুঁজে বার করতেই হবে। যদি তার জন্য হার্ডডিস্ক, অন্য কোনও সূত্রের প্রয়োজন হয়, তবে প্রয়োজনে পর্ষদ অফিসেও যেতে পারবে সিবিআই।” তবে সেই তথ্য না পাওয়া গেলে ২০১৪ সালের পরীক্ষা বাতিল করা হবে বলেই সাফ জানিয়েছেন বিচারপতি।
2. তৃণমূল সাংসদদের হেনস্তার প্রতিবাদে সোমবার রাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই ইস্যুতে সুর চড়ালেন তিনি। বললেন, “গণতন্ত্রকে হত্যা করাই নির্বাচন কমিশন তথা বিজেপির একমাত্র কাজ। কাল যেভাবে কমিশনের দপ্তরের সামনে থেকে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ পুরো ঘটনাকে গণতন্ত্রের কালো অধ্যায় বলেই অভিহিত করেছেন তিনি। সোমবারই এই হেন্সতার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। রাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে নির্বাচন কমিশনকেই নিশানা করেছিলেন তিনি। পুরো বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করা হয়। তৃণমূলের নালিশের জবাবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছিলেন। মঙ্গলবারও দিল্লিতে অবস্থান বিক্ষোভে অনড় ছিলেন তৃণমূল প্রতিনিধিরা। তাৎপর্যপূর্ণ ভাবে তাঁদের প্রতিবাদে শামিল হন আপ সদস্যরাও। এদিন এই ইস্যুতে আরও একবার সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি আপ-এর পাশে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।