রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী নাইটরা। ৫ বলে ৫ ছক্কায় কেকেআরকে অবিশ্বাস্য জয় উপহার রিঙ্কু সিংয়ের। রশিদের দুরন্ত হ্যাটট্রিকের পরেও হার গুজরাটের। দেশে বাড়ল বাঘের সংখ্যা। ‘ব্যাঘ্রপ্রকল্প’-এর সুবর্ণজয়ন্তীতে বাঘ শুমারির রিপোর্ট প্রকাশ প্রধানমন্ত্রীর। নববর্ষে ‘ধনধান্য’ নামে নয়া অডিটোরিয়াম পাচ্ছে কলকাতা। হুগলির পর হাওড়া যেতেও বাধা পেল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাম আমলের দুর্নীতি নিয়ে ফের সরব শোভনদেব।
হেডলাইন:
আরও শুনুন: 8 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- বকেয়া আদায়ে ১ কোটি চিঠি, ঘোষণা স্বাক্ষর ও চিঠি সংগ্রহের কর্মসূচির
বিস্তারিত খবর:
1. নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে জয় ছিনিয়ে নিল কলকাতাই। গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন রিঙ্কু সিং। কেকেআর মিডল অর্ডার তারকার শেষ ওভারে পাঁচটি ছক্কাতেই তৈরি হল নয়া ইতিহাস।
অসুস্থতার কারণে এই ম্যাচে খেলেননি গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে অবশ্য হার্দিকের অভাব বোধ করতে দেননি গুজরাটের ব্যাটার বাহিনী। শুরুটা ভাল করেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। তবে দুজনকেই ফেরান কেকেআর-এর সুনীল নারাইন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে গুজরাট। জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি কেকেআরের। কেকেআরের জেতার আশা জাগিয়েছিলেন দুই ব্যাটার বেঙ্কটেশ আয়ার ও নীতীশ রানা। কিন্তু রশিদ খানের হ্যাটট্রিকে কার্যত খানখান হয়ে যায় কেকেআরের স্বপ্ন। পর পর তিন বলে রাসেল, নারাইন ও শার্দূল ঠাকুরকে আউট করে এ বারের আইপিএলে নিজের প্রথম হ্যাটট্রিক করেন রশিদ। শেষ ওভারে কলকাতার দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। পরের ৫ বলে ৫টি ছক্কা মারলেন রিঙ্কু। প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে নাইটদের নায়ক হয়ে গেলেন রিঙ্কু সিং।
2. দেশে বাড়ল বাঘের সংখ্যা। ২০১৮-র পর বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ পেল রবিবার। কেন্দ্রের ‘ব্যাঘ্রপ্রকল্প’ তথা ‘প্রোজেক্ট টাইগারে’র পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেই এই রিপোর্ট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। জানিয়ে দিলেন, এই মুহূর্তে দেশে বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭। গত ৪ বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ২০০। পাশাপাশি দেশে সিংহের সংখ্যাও বেড়েছে, এদিকে দেশে এশিয়ার হাতির সংখ্যাও সর্বাধিক। রবিবার কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শন সেরে গর্বিত ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অরণ্যপথে ২০ কিমি ‘সাফারি’র পরই তিনি প্রকাশ করলেন দেশভর বাঘের বর্তমান সংখ্যা সংক্রান্ত পরিসংখ্যানও। যদিও এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। এই প্রকল্পের পুরো কৃতিত্ব মোদি নিতে চাইলেও এই প্রকল্প শুরু হয়েছিল অর্ধ শতক আগে, দাবি হাত শিবিরের। পরিবেশ, জঙ্গল, বন্যপ্রাণী ও বনে বসবাসকারী আদিবাসীদের জন্য লাগু সব আইনকে ধ্বংস করা হচ্ছে বলেও কেন্দ্রকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।