অনেকটাই কমল কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের দাম।শনিবার আসানসোলে শত্রুঘ্নর হয়ে রোড শো। বিজেপির নীতির প্রতিবাদেই হোক ভোট, আরজি অভিষেকের।সোমবার খুলছে জি ডি বিড়লা-সহ ৫ স্কুল। সম্পূর্ণ ফি না মেটালে ক্লাস করতে পারবে না পড়ুয়ারা। অস্কারের মঞ্চে সঞ্চালকের চড় মারায় বড়সড় শাস্তি উইল স্মিথকে। ১০ বছর অস্কার থেকে নির্বাসনের ঘোষণা।
হেডলাইন:
আরও শুনুন: 7 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- বগটুই কাণ্ডে মুম্বই থেকে ৪ জনকে গ্রেপ্তার করল CBI
বিস্তারিত খবর:
১। এক ধাক্কায় অনেকটা কমল করোনার ভ্যাকসিনে দাম। শনিবার প্রথমে কোভিশিল্ডের নতুন দামের ঘোষণা করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। জানান, এখন কোভিশিল্ডের দাম হল প্রতি ডোজ ২২৫ টাকা। যা আগে ছিল ৬০০ টাকা। কেন্দ্রের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সেরাম কর্তা। দাম কমেছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনেরও। এতদিন বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের দাম ছিল ১২০০ টাকা। বর্তমানে এই করোনা টিকার দাম হল ২২৫ টাকা। ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এই ঘোষণা করেন। এদিকে দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ দেওয়া চালু করেছে মোদি সরকার। রবিবার থেকে শুরু হচ্ছে সেই কর্মসূচি। বুস্টার ডোজ মিলবে বেসরকারি হাসপাতালে। দেশে করোনা সক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও, এখনও চিন্তা আছে মৃত্যু নিয়ে। পাশাপাশি, করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়েও খানিকটা উদ্বেগ রয়েছে। গুজরাটে XE ভ্যারিয়েন্টে একজন আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এর আগে মুম্বইয়ে এই স্ট্রেনে আক্রান্ত এক মহিলার খোঁজ মিলেছিল, যদিও পরে অবশ্য কেন্দ্র জানিয়েছিল, নয়া প্রজাতিতে আক্রান্ত হওয়ার কোনও প্রমাণ মেলেনি। সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী টিকাকরণ এখনও আবশ্যিক। আর সেই লক্ষ্যেই কোভিশিল্ড ও কোভ্যাকসিনের দাম কমা জরুরি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
২। আগামী মঙ্গলবার আসানসোলে উপনির্বাচন। তার আগে আসানসোলে গিয়ে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যা। মঞ্চ থেকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপিকে। মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের করা সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্যই মানুষকে দুরবস্থার মুখোমুখি হতে হচ্ছে। এদিন সেই সুর শোনা গেল অভিষেকের গলাতেও। তিনি বলেন, “বারবার পেট্রল, ডিজেলের দাম বাড়ছে। অথচ সাধারণ মানুষ তার প্রতিবাদ করবে না তা হয় না। এবার ভোট টু ইলেক্ট নয়। এবার ভোট টু প্রটেস্ট।” আসানসোলে তৃণমূলের জয় নিয়ে যে তিনি আত্মবিশ্বাসী তা সাফ বুঝিয়ে দিয়েছেন অভিষেক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।