গ্রেপ্তারির পরেও মন্ত্রিত্ব বজায় থাকছে জ্যোতিপ্রিয়র। সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল অন্য মন্ত্রীদের। বালুকে ফাঁসানো হয়েছে, মন্ত্রিসভার বৈঠক থেকেও সরব মুখ্যমন্ত্রী। টাকার বদলে প্রশ্ন ইস্যুতে আরও চাপে মহুয়া। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল, দাবি দুবের। শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধিতে সারদা যোগের সম্ভাবনা। তদন্ত চেয়ে মোদি-শাহের সঙ্গে ইডি-সিবিআইকেও চিঠি তৃণমূল মুখপাত্রের। বিশ্বকাপের মধ্যেই আইসিসির ক্রমতালিকায় শীর্ষে গিল ও সিরাজ, সিংহাসন খোয়ালেন বাবর, শাহিন।
হেডলাইন:
আরও শুনুন: 6 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ‘নিজের নামে স্টেডিয়াম বানাই না’, নাম না করে মোদিকে কটাক্ষ মমতার
বিস্তারিত খবর:
1. রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পরেও রাজ্যের বনমন্ত্রী পদে থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিকই। উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির পদ থেকেও সরানো হল না তাঁকে। তবে লোকসভা ভোটের কথা মাথায় রেখে তাঁর সাংগঠনিক দায়িত্ব আপাতত উত্তর ২৪ পরগনারই অন্য মন্ত্রীদের দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাড়তি সাংগঠনিক দায়িত্ব পেতে চলেছেন সুজিত বোস, পার্থ ভৌমিকরা।
এর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর তাঁকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তাঁর মন্ত্রক ভাগ করে দেওয়া হয়। কিন্তু বুধবার মন্ত্রিসভার বৈঠকে জ্যোতিপ্রিয়র দপ্তর বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। তবে জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হওয়ার পর থেকেই বনমন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ধরে নেওয়া হচ্ছে আপাতত বীরবাহাই ওই দায়িত্ব সামলাবেন। এদিন মন্ত্রিসভার বৈঠক থেকে আরও একবার যেভাবে জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছে বলে সুর চড়ালেন মমতা, তাতেই স্পষ্ট, ধৃত মন্ত্রীর পাশেই থাকছে দল। ইডি-সিবিআইয়ের বাড়াবাড়ি নিয়ে এদিনও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে দীপাবলি চলাকালীন আইনশৃঙ্খলার দিকে নজর রাখার জন্যও এদিন মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসা ছড়ানো হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সে কারণেই কালীপুজোর সময় মন্ত্রীদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
2. টাকার বদল প্রশ্ন বিতর্কে আরও চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন জাতীয় লোকপাল, বুধবার এক্স হ্যান্ডেলে দাবি করলেন অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। প্রথম থেকেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের দাবি উঠেছিল। ইতিমধ্যেই নেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে লোকসভার এথিক্স কমিটিও। কিন্তু মহুয়ার বিরুদ্ধে আইনি কোনও পদক্ষেপ করার অধিকার করার অধিকার এথিক্স কমিটির নেই। তা করতে পারেন লোকপাল। দুবের সাফ দাবি, তাঁর অভিযোগের ভিত্তিতেই জাতীয় সুরক্ষা বন্ধক রেখে দুর্নীতি করার দায়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। যদিও লোকপাল বা সিবিআই কারও তরফেই এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও।
এদিকে বুধবার একযোগে মোদি ও আদানিকে বিঁধে মহুয়ার অভিযোগ, এথিক্স কমিটিতে বিজেপি সাংসদদের সংখ্যা বেশি রাখার জন্যই রাতারাতি বদলে দেওয়া হয়েছে বৈঠকের দিন। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে বিজেপি এবং জোটসঙ্গীদের সব সাংসদই হাজির থাকবেন। কিন্তু সেদিনই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন কংগ্রেসের নরেশ উত্তম রেড্ডি, ফলে বৈঠকে থাকতে পারবেন না। তাই মহুয়ার শাস্তি নিয়ে বৃহস্পতিবার যে প্রস্তাবই পেশ করা হোক, সেই প্রস্তাব পাশ করাতে বিজেপির বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। মহুয়ার অভিযোগ, সবটা জেনেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মোদি-আদানিরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।