ডেঙ্গু নিয়ে তৎপর প্রশাসন। মোকাবিলায় নামবেন আশাকর্মীরা। জেলায় জেলায় বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নবান্নের। পঞ্চায়ের ভোটের আগে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কৃষ্ণনগরে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে হাজির মুকুল রায়ও। ২০০৯ প্রাথমিক টেট উত্তীর্ণদের সঙ্গে কুণালের বৈঠক ইতিবাচক। ধর্মতলা থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের। প্রাথমিকে ৩৯২৯ শূন্যপদে নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের।
হেডলাইন:
আরও শুনুন: 7 নভেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির সংরক্ষণে সায় শীর্ষ আদালতের
বিস্তারিত খবর:
1. রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়তেই তৎপর হল প্রশাসন। ডেঙ্গু মোকাবিলায় পদক্ষেপ করতে মঙ্গলবার মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয় নবান্নে। সেখানেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলায় জেলায় বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি হাসপাতালগুলিকেও একাধিক পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তবে মূলত জোর দেওয়া হয়েছে কো-মর্বিডিটির উপর। অর্থাৎ হাসপাতালগুলিকে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীকে ভরতি করা হলে প্রথমেই দেখতে হবে আক্রান্তের অন্য কোনও অসুস্থতা রয়েছে কি না। পাশাপাশি এলাকার পরিচ্ছন্নতা ও জল যাতে না জমে, সেদিকে নজর রাখার উপর জোর দেওয়া হয়েছে। পর্যবেক্ষণের জন্য জেলায় জেলায় পাঠানো হবে বিশেষ দল। তবে সেক্ষেত্রে কোন জেলায় আক্রান্তের সংখ্যা কত তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। ডেঙ্গু মোকাবিলায় আশাকর্মীদের ১০০ শতাংশ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ঘুরে দেখবেন কোথাও জঞ্জাল বা জল জমছে কি না। কারও বাড়িতে কেউ অসুস্থ কি না। এর পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় প্রতিদিন কমপক্ষে আট থেকে ১০ হাজার রক্তপরীক্ষা করতে হবে বলেও জানানো হয়েছে।
2. পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকে হাজির ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ও। মুকুলের রাজনৈতিক অবস্থান নিয়ে এখনও জারি ধোঁয়াশা। খাতায়-কলমে তিনি বিজেপির হলেও, গতবছর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলের উত্তরীয় পরতে দেখা গিয়েছে তাঁকে। রাস্ত্রপতি ভোটের সময়ও তিনি তৃণমূল প্রার্থীকেই ভোট দেন। পরে ভাইফোঁটার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন তিনি। তখনই তাঁর রাজনৈতিক সক্রিয়তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। মঙ্গলবার তা অনেকটাই স্পষ্ট হল। এদিন নদিয়া জেলার শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করে জেলার রাজনৈতিক অবস্থার খোঁজখবর নেন দলনেত্রী। সেখানে মুকুল রায়ের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে নদিয়া এবং উত্তর ২৪ পরগণার মতুয়া অধ্যুষিত এলাকায় মুকুল ফের সক্রিয় হতে পারেন বলে জল্পনা শোনা যাচ্ছে। নদিয়ায় বুধবার দলীয় কর্মীসভা এবং বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নদিয়ার রাস উৎসবেও যোগ দেওয়ার কথা তাঁর। পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মমতার পাশে মুকুলের উপস্থিতিতে স্বাভাবিক ভাবেই মাথাচাড়া দিয়েছে নয়া রাজনৈতিক সমীকরণ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।