ইডি হানার দিন তৃণমূল বিধায়ককে ফোন শাহজাহানের। কললিস্ট খতিয়ে দেখে বিস্ফোরক CBI। তালা ভেঙে নেতার বাড়িতেও হানা সংস্থার। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। সন্দেশখালিকে নজরে রেখে হাবরায় জনসভার ঘোষণা। তৃণমূলের ব্রিগেডের দিনেই সন্দেশখালিতে সভা শুভেন্দুর। নারী দিবসে ‘উপহার’ মোদির। একধাক্কায় কমল রান্নার গ্যাসের দাম। এতদিন কমেনি কেন, ভোটের মুখে ‘জুমলা’র অভিযোগ বিরোধীদের। সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনয়ন দিল কেন্দ্র।
হেডলাইন:
আরও শুনুন: 7 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- আদালত ছেড়ে বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, খোলা চ্যালেঞ্জ মমতার
আরও শুনুন: 6 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- বহাল হাই কোর্টের নির্দেশ, টানাপোড়েন শেষে শাহজাহানকে হেফাজতে পেল CBI
বিস্তারিত খবর:
1. ইডি হানার দিন স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে কথা হয় শেখ শাহজাহানের। কললিস্ট খতিয়ে দেখে বিস্ফোরক দাবি সিবিআই-এর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাচ্ছে, ইডির উপর হামলার ঘটনার সময় শেখ শাহজাহানের একটি ফোন থেকে ৩টি কল করা হয়। আরেকটি মোবাইল নম্বর থেকে প্রায় ১৮টি ফোন করা হয়। ওইদিনই সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে। দুজনের মধ্যে প্রায় দেড় মিনিট কথা হয়। এছাড়া স্থানীয় পঞ্চায়েতের বেশ কয়েকজন নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও কললিস্ট থেকে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ফোনে কথাবার্তার পরই বাড়ি থেকে কার্যত পালিয়ে যান শেখ শাহজাহান। এদিকে এদিনই ইডির সিল করা তালা ভেঙে শাহজাহানের বাড়িতে হানা দিল সিবিআই। যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন ও গাড়ি ভাঙচুর হয়েছিল সেই জায়গার নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল, পাশাপাশি ভিডিওগ্রাফি করা হয়। অন্যদিকে শুক্রবার স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে শাহজাহানকে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে নিজেকে নির্দোষ দাবি করে সরব শাহজাহান।
2. আগামী সপ্তাহে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিকে নজরে রেখে ১২ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতের হাবরায় জনসভা করবেন তিনি। বাণীপুরে আম্বেদকর স্পোর্টস স্কুল মাঠের সভা থেকে সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
যে কোনও নির্বাচনের আগে বিভিন্ন জেলায় একাধিকবার নানা জায়গায় জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগেও তেমনটা করাই প্রত্যাশিত। তবে এবার মুখ্যমন্ত্রী নিজে সরকারি পরিষেবা প্রদান করছেন। প্রকল্পগুলির সুবিধার কথা বারবার উল্লেখ করে জনসংযোগ করছেন তিনি। সেই জেলা সফরেই এবার যুক্ত হল উত্তর ২৪ পরগনার হাবরা। আগামী ১০ মার্চ ব্রিগেড থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবে তৃণমূল। আর তার পর ১২ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হাবরায়। সন্দেশখালিকে নজরে রেখেই এই কর্মসূচির সিদ্ধান্ত বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।