ফের জেলেই ফিরতে হবে বিলকিস মামলার ১১ জন ধর্ষককে। বাতিল পুরনো রায়। ‘যোগ্যদের ৬০ বছরেও বিদায় দিই না আমরা।’ নবীন-প্রবীণ বিতর্কে বার্তা মমতার। নিয়োগ দুর্নীতিতে চার মামলার তদন্ত শেষ। আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। সন্দেশখালি হামলার জল গড়াল কলকাতা হাই কোর্টে। পঞ্চায়েতের সময় আদালত অবমাননা মামলায় ক্ষমা চাইলেন রাজীব সিনহা। বিপুল ভোটে জিতে বাংলাদেশে ফের ক্ষমতায় আওয়ামি লিগ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর। বিলকিস মামলার ১১ জন ধর্ষককেই ফের ফিরতে হবে জেলে। এই মামলায় দেওয়া আগের রায় খারিজ করে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের।
১৯৯২ সালের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা ন্যূনতম ১৪ বছর তার বেশি সময় সাজা কাটানোর পর তাঁদের আচরণের ভিত্তিতে মুক্তি পেতে পারেন। কিন্তু অপরাধের গুরুত্ব বিচার করে সেই মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। আর এই প্রেক্ষিতেই শীর্ষ আদালতের বক্তব্য, কার্যত জালিয়াতি করে তথ্য গোপনের মাধ্যমে সুপ্রিম রায়ের অপব্যবহার করেছে গুজরাট সরকার। মেয়াদ শেষ হওয়ার আগে ধর্ষকদের মুক্তি দেওয়ার আইনি এক্তিয়ারই ছিল না তাদের। গুজরাটের বিজেপি সরকারকে রীতিমতো ভর্ৎসনা করে আগামী ২ সপ্তাহের মধ্যে ধর্ষকদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টের এই নতুন রায় নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ প্রসঙ্গে সাক্ষী মালিক-সহ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার প্রসঙ্গ টেনে ঘুরিয়ে বিজেপিকে নিশানা করেছেন তিনি। পাশাপাশি শীর্ষ আদালতের নয়া পর্যবেক্ষণকে স্বাগত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।
2. সম্প্রতি নবীন-প্রবীণ বিতর্কের আঁচ তৃণমূল শিবিরে। এই পরিস্থিতিতে সোমবার গঙ্গাসাগর মেলায় পৌঁছে কৌশলে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”আমরা ৬০ বছর বয়সেও কাউকে বিদায় দিই না। যোগ্যতা থাকলে আমরা তাঁদের আবার নতুন করে দায়িত্ব দিই।” অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, বয়স হওয়া মানেই দায়িত্ব থেকে সরে যাওয়া নয়, বরং সেই অভিজ্ঞতাকে পাথেয় করে নতুন দায়িত্ব নেওয়ার ব্যাপারেই বিশ্বাসী তাঁর সরকার।
এদিকে লোকসভা ভোটের আগে এদিন নয়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার ধনধান্য স্টেডিয়াম থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এবং যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন তিনি। স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সরকার অধীনস্থ ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতেকলমে শেখা যাবে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা মাসে ১০ হাজার টাকা করে স্টাইপেন্ডও পাবেন। পাশাপাশি যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে JEE, NEET এবং WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তফসিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য একে যুগান্তকারী পদক্ষেপ বলেই ঘোষণা মুখ্যমন্ত্রীর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।