রাজ্য বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী। ঘোষণা নয়া কর্মসংস্থানের, ফের বাড়ছে ডিএ। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ, সিভিক পুলিশের ভাতাও। বিরোধীদের হট্টগোলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ‘লোকসভা ভোটের প্রচার রাজ্য বাজেট’, কড়া আক্রমণ শুভেন্দুর। লোকসভার আগেই ভাঙড় থেকে গ্রেপ্তার আরাবুল ইসলাম। সংসদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা দেবের। বছরের শুরুতেই স্বস্তি ঋণগ্রহীতাদের। টানা ছবার অপরিবর্তিত থাকছে রেপো রেট। বাজেটের পরেই বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের।
হেডলাইন:
আরও শুনুন: 7 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- কেন্দ্রীয় বঞ্চনায় ক্ষুব্ধ মমতা, বাজেট নিয়েও বড় ইঙ্গিত
বিস্তারিত খবর:
1. লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া কর্মসংস্থানের দিশা দেখানোর পাশাপাশি একাধিক ভাতা বৃদ্ধির ঘোষণায় চমক। অর্থকষ্টের মধ্যেও বরাদ্দ বৃদ্ধি করে বাংলায় নতুন অর্থনৈতিক দিশা দেখাল মা-মাটি-মানুষ সরকার, দাবি মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের ১০০ দিনের প্রকল্পের পালটা ৫০ দিনের কাজের প্রকল্প ‘কর্মশ্রী’ চালু করছে রাজ্য সরকার। ‘পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ চালু করতে বার্ষিক ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কার্ডে স্বনির্ভর বৃত্তির জন্য সর্বাধিক ৫ লক্ষ টাকা আর্থিক ঋণ পাবেন ১৮ থেকে ৫০ বছর বয়সের ২ লক্ষ রাজ্যবাসী। শুধু তাই নয়, বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে মোট ৫ লক্ষ কর্মসংস্থান করা হবে, ঘোষণা অর্থমন্ত্রীর। এদিকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে মাধ্যমিকের পরই হাতে ‘ট্যাবলেট’ পাবে সরকারি স্কুলের পড়ুয়ারা। অন্যদিকে মৎস্যজীবীদের জন্য চালু হল নতুন প্রকল্প- ‘সমুদ্র সাথী’। প্রতি বছর এপ্রিল-মে মাসে নথিভুক্ত মৎস্যজীবীরা মাসিক ৫ হাজার টাকা করে পাবেন। যে সমস্ত পরিযায়ী শ্রমিক ‘কর্মসাথী পরিযায়ী শ্রমিক’ পোর্টালে নথিভুক্ত, তাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। ১০০ দিনের শ্রমিকের বকেয়া মেটাতে রাজ্য বাজেটে ৩ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে এবার মাসিক ৫০০ টাকার বদলে মিলবে ১০০০ টাকা। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য বরাদ্দ বেড়ে হল ১২০০ টাকা। এদিকে সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের ভাতা বাড়ল ১০০০ টাকা। এককালীন অবসরকালীন সুবিধাও ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। একইসঙ্গে মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বাড়ল আরও ৪ শতাংশ। বৃদ্ধির দরুন এবার মোট ভাতা দাঁড়াল ১৪ শতাংশ। এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রীর দাবি, রাজ্যে দারিদ্র্যের হার কমছে। চলতি অর্থবর্ষের বাজেটকে ‘ঐতিহাসিক’ বলে প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও।
2. রাজ্যের বাজেট পেশের সময়েই উত্তপ্ত বিধানসভা। বিজেপির হইহট্টগোলে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভে ফেটে পড়ে বললেন, “বিজেপি অ্যান্টি বাঙালি। এরা বাংলার ভালো চায় না।” সংসদের সাসপেনশনের ঘটনা মনে করিয়ে প্রয়োজনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন তিনি।
এদিন অধিবেশনের শুরুতেই রাজ্য সঙ্গীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা উঠে তাতে বাধা দিয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। এরপর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই নানাভাবে বাধা দিতে থাকেন তাঁরা। আর বাজেট পেশের পরই সাংবাদিক বৈঠক করে এই বাজেটকে ‘দিশাহীন’ বলে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি নিয়ে আপত্তি তুলে তাঁর বক্তব্য, অনগ্রসর শ্রেণির জন্য বিশেষ কোনও ঘোষণা নেই বাজেটে। আয়ের দিশা নেই। রাজস্বের কী পরিস্থিতি, তা উল্লেখ করা হয়নি। আসলে লোকসভার আগে ভয় পেয়ে ভোটের প্রচার করতেই এই বাজেট পেশ রাজ্যের, এই মর্মে তোপ দেগেছেন বিরোধী দলনেতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।