সংসদের জবাবি ভাষণে বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নীরব রইলেন আদানি ইস্যুতে। কয়লাকাণ্ডে ইডির হানা। বালিগঞ্জের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা। ধনকড় জমানার উলটো ছবি বিধানসভায়। রাজ্যপালের ভাষণে নেই শাসক-বিরোধী বিভেদের সুর। রাজ্যের কাজের ভূয়সী প্রশংসা আনন্দ বোসের। দুর্নীতিকে আড়াল করছেন রাজ্যপাল, অভিযোগে ওয়াক আউট বিজেপির। পালটা দিল তৃণমূল।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. একদিন আগেই আদানি ইস্যুকে হাতিয়ার করে তাঁর মুন্ডপাত করে গিয়েছেন রাহুল গান্ধী। একের পর এক প্রশ্নবাণে মোদিকে (Narendra Modi) জর্জরিত করেন রাহুল। শোনা যায় রাহুলের সেই ‘ব্যক্তিগত আক্রমণ’ ভালভাবে নেননি মোদি। মনে করা হচ্ছিল, আজ সংসদে জবাবি ভাষণে আদানি সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন মোদি। এদিন সংসদে দাঁড়িয়ে টানা ১ ঘণ্টা ১৫ মিনিট ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। বিরোধীদের জবাবও দিলেন। কিন্তু মুখে আনলেন না আদানির নাম। বস্তুত, মোদি এদিন দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে ইউপিএ আমলের দুর্নীতিকে হাতিয়ার করলেন। ওই দশ বছরে কোনও উন্নয়ন হয়নি, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সন্ত্রাসে ভরে গিয়েছিল বলেই দাবি তাঁর। আর সেই কাশ্মীরেই এখন বিরোধীরা তেরঙ্গা যাত্রা করছে বলে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন মোদি। আসলে আদানি ইস্যুতে মঙ্গলবার সংসদে ঝড় তুলেছিলেন রাহুল গান্ধী। তারই পালটা হিসেবে এদিন ৭৫ মিনিটের বক্তৃতায় একবারও আদানির নাম না করেই রাহুল-সহ কংগ্রেসকে তুলোধোনা করলেন নরেন্দ্র মোদি।
2. কলকাতায় ফের টাকার পাহাড়। বালিগঞ্জের এক ব্যবসায়ীর অফিস থেকে বিপুল টাকা উদ্ধার ইডির। চলছে জিজ্ঞাসাবাদ। ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে খবর ইডি সূত্রে।
কয়লা পাচার কাণ্ডে বুধবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাল ইডি। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি থেকে ৩ সদস্যের একটি তদন্তকারী দল এসেছে কলকাতায়। কয়লা কাণ্ডের সূত্র ধরে এদিন বালিগঞ্জের গড়চা এলাকার এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেয় তদন্তকারীরা। অভিযুক্ত ব্যবসায়ীর অফিস থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এখনও টাকা গোনা চলছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ কয়েক কোটি হতে পারে বলে খবর ইডি সূত্রে। জানা যাচ্ছে, এখনও বিভিন্ন জায়গায় টাকার খোঁজ চলছে। ব্যবসায়ীকে আটক করে টাকার উৎস জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।