প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শোকপ্রকাশ মোদি-মমতার। শুক্রবার হবে দেহদান, গান স্যালুটে অন্তিম বিদায় জানাবে রাজ্য। ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গড়ল বাংলাদেশ। ‘দ্বিতীয় স্বাধীনতা’, দেশে ফিরে বার্তা নোবেলজয়ীর। আশ্বাস শান্তি ফেরানোর। ব্যর্থতা কাটিয়ে ফের আলো অলিম্পিক্সে। টোকিওর পর প্যারিসেও ব্রোঞ্জ পুরুষ হকিতে। হরমনপ্রীতের জোড়া গোলে স্পেনকে হারাল ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 7 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- অলিম্পিক্সে অল্পের জন্য স্বপ্নভঙ্গ বিনেশের, সান্ত্বনা প্রধানমন্ত্রীর
আরও শুনুন: 6 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- সেনা শাসনেও নৈরাজ্য বাংলাদেশে, সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি
বিস্তারিত খবর:
1. প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আশি বছর বয়সে জীবনযুদ্ধ শেষ বাম নেতার। বুদ্ধদেবের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “রাজ্যের জন্য বড় ক্ষতি। বাংলার মাটিতে বার বার ফিরে আসুন বুদ্ধদেব ভট্টাচার্য।” আগামিকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুটে অন্তিম বিদায় জানাতে চান মমতা। এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির একেজি ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাজ্ঞাপন প্রকাশ কারাত, বৃন্দা কারাত-সহ দক্ষিণের একাধিক নেতার। দলের কার্যালয়ে অর্ধনমিত করে রাখা হয় পতাকা।
আগামিকাল, শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রা। চক্ষুদানের পর লাল পতাকায় ঢাকা মরদেহ শায়িত পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সম্পন্ন হবে দেহদানের প্রক্রিয়া। দলের তরফে খবর, আগামিকাল সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধবাবুর দেহ রওনা দেবে বিধানসভার উদ্দেশে। সেখানে থাকবে আধ ঘণ্টা। মুজফফর আহমেদ ভবনে দেহ থাকবে ১২ টা থেকে ৩ টে বেজে ১৫ মিনিট পর্যন্ত। তার পর দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সেখানে দেহ থাকবে ৩ টে ৪৫ পর্যন্ত। সেখান থেকে দেহদানের জন্য শেষযাত্রা হবে।
2. হাসিনা অধ্যায়ে ইতি টানল বাংলাদেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হল অন্তর্বর্তী সরকার। প্রধান হিসেবে শপথ নিলেন ইউনুস। বৃহস্পতিবার ঢাকার বঙ্গভবনে অনুষ্ঠিত হল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। ইউনুসের সঙ্গে শপথ নিলেন আরও ১৫ জন।
এদিনই দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ইউনুস। আবেগে বিহ্বল নোবেলজয়ীর বার্তা, “ছাত্রজনতার অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষা করতে হবে।” পুলিশের গুলিতে প্রাণ হারানো আবু সাইদের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল।’ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য চলছে। সেই পরিস্থিতিতে ইউনুস বুঝিয়ে দিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক দায়িত্বই আইনশৃঙ্খলা রক্ষা করা। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, সে কথা মেনে নিয়েই দেশবাসীকে শান্তিরক্ষার ডাক দিলেন মহম্মদ ইউনুস। এদিকে জানা যাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গীরা ধীরে ধীরে ভারত ছাড়তে শুরু করেছেন। তবে ভারত ছেড়ে তাঁরা কোন দেশে আশ্রয় নিচ্ছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের জনগণের কল্যাণ নিয়েই মাথা ঘামাতে চায় এ দেশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।