বিজেপির নির্দেশেই কেন্দ্রীয় এজেন্সির নিশানায় দল, দাবি তৃণমূলের। চার সংস্থার মাথাদের বদলির দাবিতে কমিশনের সামনে ধরনা। টেনেহিঁচড়ে সরাল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে চরমে মোদি-মমতা সংঘাত। ভোটের ফল বেরোলে জেলে পাঠানোই মোদি গ্যারান্টি, বাঁকুড়ার জনসভা থেকে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে মুসলিম লিগের ছায়া নিয়ে অভিযোগ। মোদির বক্তব্যের পালটা হাত শিবিরের। অভিযোগ ভিত্তিহীন, কমিশনে লিখিত নালিশ কংগ্রেসের।
হেডলাইন:
আরও শুনুন: 7 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- ভূপতিনগর কাণ্ডে বিজেপি যোগের দাবি, সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল
বিস্তারিত খবর:
1. ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল এজেন্টদের গ্রেপ্তার করাচ্ছে গেরুয়া শিবির। এই অভিযোগেই সরব রাজ্যের শাসকদল। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের পর সেই অভিযোগে আরও সরব হয়েছে তৃণমূল। এনআইএ, সিবিআই, ইডি এবং আয়কর দপ্তরের ডিরেক্টর এখনই বদল করুক কমিশন, এই দাবিতে এদিন কমিশনের দ্বারস্থ হন ডেরেক-শান্তনু-দোলারা। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর কমিশনের সামনে ধরনায় বসেন তৃণমূলের ১০ সদস্য। কিন্তু ধরনা শুরুর ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় দিল্লি পুলিশ। বুঝিয়ে কাজ না হলে টেনে হিঁচড়ে তৃণমূল সদস্যদের সরিয়ে দেওয়া হয়। বাসে চাপিয়ে তাঁদের মন্দিরমার্গ থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ।
তৃণমূল সাংসদদের টেনে হিঁচড়ে বাসে তোলা ও আটক করে থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে সোমবারই রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সাক্ষাৎ চেয়ে রাজভবনে প্রস্তাব পাঠানো হয়েছে দলের তরফে। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, রাত ৯টায় অভিষেকের নেতৃত্বাধীন ১২ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন রাজ্যপাল।
2. কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মোদি-মমতা সংঘাত চরমে। আগামী ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতি আরও বাড়বে বলেই হুঙ্কার দিয়েছিলেন মোদি। তার ২৪ ঘণ্টার মধ্যে বাঁকুড়ার জনসভা থেকে পালটা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সদস্যদের ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এর তকমা দিয়ে নেত্রীর তোপ, “মোদির গ্যারান্টি জুনের পর সকলকে জেলে পাঠানো। শুধু মোদি বাইরে থাকবেন। নতুন সংসদ ভবনকে জেলে পরিবর্তিত করে দিন।” ভোটের পরে নয়, ভোটের আগেই মোদি জেল বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ মমতার। তাঁর আরও অভিযোগ, এনআইএ, সিবিআই, ইডি-সহ সব এজেন্সিকেই নিয়ন্ত্রণ করছেন মোদি। ভূপতিনগর কাণ্ডের প্রসঙ্গ তুলে এনআইএ-কে আরও একবার বিঁধে মমতার দাবি, রাতে গিয়ে মহিলাদের বিরক্ত করেছে কেন্দ্রীয় সংস্থা।
ধূপগুড়ির নির্বাচনী জনসভা থেকে দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে কড়া বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। আগামী ৪ জুন, ভোটের ফলপ্রকাশের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের হুঙ্কারও দেন। কিন্তু নেতাদের গ্রেপ্তার করে তৃণমূলের মুখ বন্ধ করা যাবে না বলে এবার পালটা সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।