কোভিড রুখতে সতর্ক দেশ। ৪০ জন পড়ুয়া-সহ উধাও সল্টলেকের স্কুলের ৩টি বাস। পূর্বাভাসে GDP বৃদ্ধির সম্ভাব্য হার কমাল RBI। ফের জটিলতা শিক্ষক নিয়োগ মামলায়। বিপাকে মুম্বই হামলার মূল চক্রী। হাসপাতালে রাজ্যপাল জগদীপ ধনকড়। বেঙ্গালুরুর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়াল বোমাতঙ্ক।
হেডলাইন:
আরও শুনুন: 7 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- বগটুই কাণ্ডে মুম্বই থেকে ৪ জনকে গ্রেপ্তার করল CBI
আরও শুনুন: 6 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- দেশে ঢুকে পড়ল করোনার XE ভ্যারিয়েন্ট, মুম্বইয়ে হদিশ প্রথম আক্রান্তের
বিস্তারিত খবর:
1. এবার ১৮ বছরের ঊর্ধ্বে দেশের প্রত্যেক নাগরিক পাবেন করোনার প্রিকশন ডোজ। শুক্রবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১০ এপ্রিল অর্থাৎ রবিবার থেকে শুরু হবে এই বুস্টার ডোজ দেওয়ার অভিযান।
কড়া বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে বর্তমানে দেশে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। যে কারণে গত ৩১ মার্চ মধ্যরাত থেকে কোভিড সংক্রান্ত প্রায় সমস্ত বিধিনিষেধ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে এরপরও মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংক্রমণে লাগাম টানতে দেওয়া হচ্ছে বুস্টার ডোজও।
প্রথম পর্যায়ে ৬০ বছরের ঊর্ধ্বে যাঁদের কো-মর্বিডিটি ছিল, তাঁদেরকে দেওয়া হচ্ছিল করোনার বুস্টার ডোজ। দ্বিতীয় পর্যায়ে ষাটোর্ধ্ব প্রত্যেকের জন্যই শুরু হয় বুস্টার ডোজের অভিযান। সেই অভিযানের দিন কয়েক পরই কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলেছিল যে সংক্রমণ রুখতে সমস্ত প্রাপ্তবয়স্ককেই প্রিকশন ডোজ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেই পরিকল্পনা মোতাবেক আগামী ১০ এপ্রিল থেকে নেওয়া যাবে বুস্টার ডোজ। টিকা দেওয়া হবে বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে, অর্থাৎ আপাতত টাকা খরচ করেই নিতে হবে বুস্টার ডোজ। প্রসঙ্গত, সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে নতুন করে ভয় দেখাচ্ছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE। তাই কোনও ঝুঁকি না নিয়ে আগেভাগেই সতর্ক দেশ।
2. ৪০ জন পড়ুয়া-সহ উধাও তিনটি স্কুল বাস। ছুটির পর প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি কোনও পড়ুয়া। দীর্ঘক্ষণ যোগাযোগ করা যায়নি বাস চালকের সঙ্গেও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে। দুশ্চিন্তায় স্কুলে পৌঁছন অভিভাবকরা। বাসে যান্ত্রিক ত্রুটির কারণেই এহেন দেরির ঘটনা বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
অভিভাবকেরা জানিয়েছেন, করোনার পরে এদিনই শুরু হয়েছে অফলাইন ক্লাস। স্কুল ছুটি হয়েছে সওয়া এগারোটায়। তারপর পড়ুয়াদের নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয় তিনটি বাস। বারোটা থেকে সাড়ে ১২টার মধ্যেই সকলের বাড়ি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু বাড়ি পৌঁছয়নি কেউই। ঘড়ির কাঁটা একটা পেরতেই দুশ্চিন্তায় পড়ে যান অভিভাবকরা।এরপরই সল্টলেক শিক্ষা নিকেতনে হাজির হন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। চার ঘণ্টা পেরিয়ে গেলেও হদিশ পাওয়া যায়নি পড়ুয়াদের। বাসের চালকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছিল না। এদিকে স্কুল কর্তৃপক্ষ বারবার দাবি করে, বাস খারাপ হয়ে যাওয়ায় বিপত্তি। মোবাইলের শেষ লোকেশান ট্র্যাক করে বাসের হদিশ পাওয়ার চেষ্টা করে পুলিশ। এরই মাঝে হদিশ মেলে দুটি বাসের। জানা গিয়েছে, রুট ভুলে অন্য পথে চলে গিয়েছিলেন চালকেরা। ফলে এই বিপত্তি। পরবর্তীতে হদিশ মেলে আরেকটি বাসেরও। অবশেষে বাড়ি ফেরে পড়ুয়ারা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।