শ্রমিকদের কাজের মধ্যেই বিস্ফোরণ বীরভূমের কয়লাখনিতে। মৃত ৭। পরিবার পিছু ৩২ লক্ষ টাকা সাহায্য, চাকরি দেওয়ার ঘোষণা রাজ্যের। পঞ্চমীতে রাজ্যজুড়ে প্রতীকী অনশনের সিদ্ধান্ত। আগামী কাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে মহামিছিল, ডাক জুনিয়র ডাক্তারদের। আর জি করে মূল অভিযুক্ত সঞ্জয়ই। তদন্ত শুরুর ৫৫ দিনের মাথায় চার্জশিট CBI-এর। নির্যাতিতার নাম প্রকাশ মামলায় তলব বিনীতের হলফনামা। জিন নিয়ন্ত্রণে যুগান্তকারী গবেষণার ফল, চিকিৎসাশাস্ত্রে নোবেল জয় দুই মার্কিন বিজ্ঞানীর। জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা দীপা কর্মকারের।
হেডলাইন:
আরও শুনুন: 6 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- কল্যাণী JNM হাসপাতালে ময়নাতদন্ত, জয়নগর মামলায় নির্দেশ হাই কোর্টের
আরও শুনুন: 5 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- দাবিপূরণে অনড়, আমরণ অনশনের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের
বিস্তারিত খবর:
1. উৎসবের মুখে আঁধারে ঢাকল বীরভূমের খয়রাশোল। গঙ্গারামচক কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল অন্তত ৭ শ্রমিকের। বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের। সোমবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। এর পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।
সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। সেই অসাবধানতার জেরেই মৃত্যু হয় ৭ শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। খয়রাশোলের এই খনিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা পিডিসিএলের লিজ নেওয়া। খনিতে দুর্ঘটনার জেরে এবার স্বজনহারাদের পাশে দাঁড়াল রাজ্য।
2. আর জি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনে সুবিচারের দাবিতে আমরণ অনশনে বসেছেন ৭ জন চিকিৎসক। এবার পঞ্চমীর সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অনশনের সিদ্ধান্তের কথা ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আগামিকাল অর্থাৎ পঞ্চমীতে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১২ ঘণ্টা প্রতীকী অনশন করবেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। জানানো হয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ৯ জন অনশন শুরু করেছেন। পাশাপাশি আগামিকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানান জুনিয়র ডাক্তারেরা। পাশাপাশি তাঁরা জানিয়ে দেন, পুজোয় ফেরা নিয়ে তাঁদের কোনও বক্তব্য নেই। কেউ চাইলে উৎসবে ফিরতে পারেন, আবার তাঁদের সঙ্গেও থাকতে পারেন। এ নিয়ে বিতর্ক জুড়ে তাঁদের এই লড়াইকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।