রবিবারই বৃষ্টিতে ভিজবে কলকাতা। আবহাওয়া বদলের ইঙ্গিত বাকি জেলাগুলিতেও। দাবদাহের মধ্যেই আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি সিবিআই-এর। সিবিআই ইস্যুতে ফের কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর। অভিযোগ, করমণ্ডল দুর্ঘটনা ধামাচাপা দিচ্ছে এজেন্সি। ১৫ জুনের মধ্যে শেষ হবে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত, আশ্বাস কেন্দ্রের। আপাতত বিক্ষোভ স্থগিত রাখার সিদ্ধান্ত কুস্তিগিরদের। টেস্ট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। করমণ্ডল দুর্ঘটনার স্মৃতিতে নীরবতা পালন দুই দলের। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের।
হেডলাইন:
আরও শুনুন: 5 জুন 2023: বিশেষ বিশেষ খবর- বিদেশযাত্রায় বাধা অভিষেক-পত্নী রুজিরাকে, ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. তাপপ্রবাহের মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের খবর অনুযায়ী, রবিবারই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বদলাতে পারে বাকি জেলাগুলির আবহাওয়াও। আগামী সপ্তাহে রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস বলছে, আগামী রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে-দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। ১৫ তারিখ থেকে বাড়বে বৃষ্টি। ভিজবে উত্তরের পাঁচ জেলাও। তবে আপাতত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর এবং মালদহে। কলকাতাতেও জারি থাকবে আর্দ্র ও অস্বস্তিজনক আবহাওয়া। দাবদাহের মাঝে এই বৃষ্টির কারণ হিসাবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যকেই গুরুত্ব দিচ্ছেন আবহাওয়াবিদরা। শুক্রবার কেরল দিয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকছে। তার পর ধীরে ধীরে বর্ষা এগোবে বঙ্গের দিকে। এই পরিস্থিতিতে রাজ্যে বর্ষা ঢোকার আগেই কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
2. পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। বুধবার রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি চালাল সিবিআই। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। ধৃত অয়ন শীলের বাড়িতেও হানা কেন্দ্রীয় সংস্থার।
জানা গিয়েছে, বুধবার সকালে নিজাম প্যালেস থেকে বের হয় সিবিআই আধিকারিকদের বেশ কয়েকটি দল। সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দপ্তর, চুঁচুড়া, শান্তিপুর, নিউ বারাকপুর, টিটাগড়, পানিহাটি ও দক্ষিণ দমদম পুরসভা-সহ বেশ কয়েকটি জায়গায় হানা দেন সিবিআই আধিকারিকেরা। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি, নিয়োগ সংক্রান্ত নথি সহ একাধিক নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। এদিন চুঁচুড়ায় অয়ন শীলের ফ্ল্যাট ও সংস্থাতেও হান দেয় সিবিআই। তবে অয়ন শীলের বাড়ি সিল করা ছিল। তাই বাড়িতে যাওয়ার আগে থানায় যায় সিবিআই। জানা গিয়েছে, মূলত নথি খতিয়ে দেখতেই রাজ্য জুড়ে এই তল্লাশি। তবে ফিরহাদ হাকিমের দাবি, পুরোটাই রাজনীতি। কুণাল ঘোষ বলেন, “যখন বিজেপির কোনও কারণে সমালোচনার মুখে পড়ে, আর তৃণমূলের প্রশংসা হয়, তখনই এভাবে ইডি-সিবিআইকে কাজে লাগানো হয়।” দুর্নীতিতে যোগ না থাকলে ভয়ের কোনও কারণ নেই বলে পালটা তৃণমূলকে তোপ দেগেছে বিজেপি শিবির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।