উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে গর্জে উঠলেন বাংলা ভাগের বিরুদ্ধে। বন্দুক ঠেকিয়ে দেখাক, কেএলও-হুমকির মুখে সরব মমতা। প্রাইমারি টেট নিয়েও উঠল দুর্নীতির অভিযোগ। পরীক্ষায় পাশ না করেই চাকরি ৮৬ জনের। কলকাতা হাই কোর্টে জরুরি ভিত্তিতে দায়ের মামলা। আনিস মামলার সিবিআই তদন্ত নিয়ে সিদ্ধান্তে এল না হাই কোর্ট। রাজ্য পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন বিচারপতির। ফেসবুকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন শব্দপ্রয়োগের জের। গোয়া থেকে গ্রেপ্তার বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়।
হেডলাইন:
আরও শুনুন: 5 জুন 2022: বিশেষ বিশেষ খবর- তৃণমূলের অন্দরে ‘বিজেপির চর’ থাকার দাবি সুকান্তর, পালটা দিলেন কুণাল
বিস্তারিত খবর:
1. উত্তরবঙ্গের কর্মিসভা থেকে বাংলাভাগের বিরুদ্ধে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু-দিনের উত্তরবঙ্গ সফরের আগেই ফের বাংলা ভাগের দাবি তোলে কোচবিহারের বিচ্ছিন্নতাবাদী নেতা তথা কেএলও জঙ্গি জীবন সিংহ। স্পষ্ট হুঁশিয়ারি ছিল, কামতাপুর পৃথক রাজ্য চাই। কোচ-কামতাপুরে পা রাখলে শেষ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। তবে সেসবের পরোয়া না করেই মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কর্মিসভা করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের দলীয় কর্মিসভা থেকে সেই হুমকির জবাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”বাংলা ভাগ না করলে আমায় মেরে ফেলবে বলছে, আমার বুকে বন্দুক ঠেকিয়ে দেখাক। আমিও জানি কীভাবে বন্দুকের নল ভোঁতা করতে হয়।” এর নেপথ্যে তিনি বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলেন। পাশাপাশি উত্তরবঙ্গের জন্য সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান এদিন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এ-ও বুঝিয়ে দেন, তৃণমূল সরকার ক্ষমতাসীন থাকলে বঙ্গভাগের স্বপ্ন অধরাই থাকবে বিচ্ছিন্নতাবাদীদের। এদিকে, আলিপুরদুয়ারে কর্মিসভা চালাকালীন এদিন আচমকা অসুস্থ হয়ে পড়েন দর্শকাসনে থাকা এক কিশোরী। মঞ্চ থেকে বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি তাঁকে জল দেওয়ার ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় হাতও বুলিয়ে দেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই তাঁর এই ভূমিকায় আপ্লুত আলিপুরদুয়ারবাসী।
2. এসএলএসটি, উচ্চ প্রাথমিকের পর এবার প্রাইমারি টেট নিয়েও উঠল দুর্নীতির অভিযোগ। ২০১৪ সালে টেট পরীক্ষায় পাশ না করেই চাকরি পেয়েছেন অন্তত ৮৬ জন প্রার্থী। এবার এমন অভিযোগ তুলেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করলেন রমেশ মালি-সহ একাধিক আবেদনকারী। মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। মামলাকারীদের আইনজীবীর আশঙ্কা, সময় নষ্ট হলে নথিও নষ্ট হতে পারে। এর পরই বিচারপতি জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। ইতিপূর্বে এই দুর্নীতি নিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসেও দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। বুধবার ওই মামলার শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।