বৃষ্টি মাথায় নিয়েই ইসকনের মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার রথ নিয়েও বার্তা মুখ্যমন্ত্রীর। ফের দুর্যোগের আশঙ্কা পাহাড়ি এলাকায়। বিপর্যয়ের ভয়ে অমরনাথের পর বন্ধ উত্তরাখণ্ডে চারধাম যাত্রাও।হাথরাস কাণ্ডে যোগী আদিত্যনাথকে চিঠি রাহুল গান্ধীর। দাবি ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর। ডেপুটি স্পিকার পদে চাই ইন্ডিয়ার প্রতিনিধি। টি-টোয়েন্টিতে অবসর, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়ক রোহিতই।
হেডলাইন:
আরও শুনুন: 6 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- ভারত হিন্দু রাষ্ট্র নয়, প্রমাণ লোকসভার ফলেই, মন্তব্য অমর্ত্য সেনের
আরও শুনুন: 5 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- সুনাককে সরিয়ে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী স্টার্মার, শুভেচ্ছা মোদির
বিস্তারিত খবর:
1. রথের দিনে বৃষ্টি মাথায় নিয়েই ইসকনের মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁধাধরা কর্মসূচি মেনেই পুজো দিলেন মুখ্যমন্ত্রী। রথের রশি টেনে সকলকে জানালেন রথযাত্রার শুভেচ্ছাও।
চলতি বছর রথযাত্রার আনুষ্ঠানিক সময় ছিল বিকেলে। তবে সেই সময়ের অপেক্ষা না করে বৃষ্টির মধ্যেই কলকাতার ইসকন মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গী ছিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতাদেবী। ইসকনের সন্ন্যাসী, পূজারিদের সঙ্গে কথাবার্তা বলে পুজো দেন, আরতি করেন মুখ্যমন্ত্রী। রথের রশিতে টান দিয়ে যাত্রার শুভ উদ্বোধন করে দেন তিনি। মমতা আগেই জানিয়েছিলেন, দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় শেষ, আগামী বছরের আগেই তা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। আর রথের দিন ইসকন মন্দির থেকে সংক্ষিপ্ত বার্তায় মুখ্যমন্ত্রী জানালেন, আগামী বছর ধুমধাম করে দিঘায় রথযাত্রা হবে। তার জন্য এদিনই সকলকে আগাম নিমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. রথের দিনেই মুষলধারে বৃষ্টিতে ভাসল তিলোত্তমা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা পাহাড়ি এলাকায়। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় অমরনাথের পর উত্তরাখণ্ডে চারধাম যাত্রাও বন্ধ রাখার সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের। মৌসম ভবনের পূর্বাভাস, ৭ এবং ৮ জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। লাল সতর্কতা জারি হয়েছে কুমায়ুন, পাউরি, চামোলি এবং রুদ্রপ্রয়াগে। দেরাদুন, হরিদ্বার, তেহরির মতো জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিতে রাস্তায় ধস নামার সম্ভাবনা রয়েছে। নদীগুলির জলও বাড়তে শুরু করেছে। বিপদ এড়াতে পুণ্যার্থীরা যে যেখানে আছেন, সেখানেই আশ্রয় নিতে বলা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।