করোনাবিধি মেনে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’। ক্লাসরুমে পড়াশোনার পক্ষে সওয়াল অভিভাবকদের। করোনা পরিস্থিতিকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছে কংগ্রেস। সংসদের বক্তৃতায় অভিযোগ মোদির। সুস্থ হচ্ছে দেশ। এক মাস পর দেশের দৈনিক করোনা সংক্রমণ ১ লক্ষের কম। নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফও। লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য কলকাতা বইমেলায়। প্রয়াত বিশিষ্ট জনদের স্মৃতিতর্পণে বিশেষ প্যাভিলিয়নের আয়োজন। জানালেন গিল্ড কর্তারা।
হেডলাইন:
আরও শুনুন: 6 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকর, দেশে দু-দিনের জাতীয় শোক
বিস্তারিত খবর:
1. করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর স্কুলের মুখ দেখেনি পড়ুয়ারা। অনলাইন ক্লাসই ছিল তাদের একমাত্র ভরসা। অবস্থা বদলাল সোমবার। এদিন থেকেই রাজ্যে শুরু হল ‘পাড়ায় শিক্ষালয়’। সকাল থেকেই চলছে স্কুলেরই খোলা মাঠে খুদে পড়ুয়াদের পড়াশোনা।
প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ফের স্কুলের পরিবেশে পড়াশোনার অভ্যাস ফেরাতে গত মাসেই ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের অন্দরে নয়, পার্ক, খোলা মাঠ কিংবা অন্য কোনও খোলামেলা এলাকায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক, পার্শ্বশিক্ষক বা শিক্ষা-সহায়কেরা ক্লাস নেবেন বলেই বলা হয়েছিল। সেইমতো সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলের মাঠে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’। ‘পাড়ায় শিক্ষালয়ে’ রান্না করা খাবারও দেওয়া হবে পড়ুয়াদের। কোভিড বিধি মেনেই শুরু পঠনপাঠন। পড়ুয়াদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মানা হচ্ছে শারীরিক দূরত্ববিধিও।
অফলাইনে ফের ক্লাস করতে পারছে খুদেরা, এতে খুশি অভিভাবকরাও। তবে তাঁদের মতে, স্কুলে শুরু হোক ক্লাস। নইলে রোদ কিংবা বৃষ্টির দরুন ফের ব্যাহত হতে পারে পঠনপাঠন। তাই পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলে পঠনপাঠনই চান অভিভাবকরা।
2. সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, “বারবার ভোটে হারছে কংগ্রেস। তবু তাদের অহংকার যায়নি। মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করছে।” পাশাপাশি করোনা পরিস্থিতিকে কংগ্রেস রাজনৈতিক কারণে ব্যবহার করেছে বলেও অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর আক্ষেপ, কংগ্রেস যেভাবে চলছে তাতে স্পষ্ট যে আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসার ইচ্ছে নেই তাদের।
বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পর ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। আর সেই বক্তব্য রাখতে গিয়েই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। বলেন, “একাধিক ভোটে হারার পরও কংগ্রেসের অহংকার যায়নি। মানুষ যখনই সুযোগ পায়, তখনই কংগ্রেসকে আর ফিরতে দেয়নি।” এর পর তাঁর কটাক্ষ, “ওদের আয়না দেখাবেন না। তাঁরা আয়নাও ভেঙে ফেলবে। সমালোচনা গণতন্ত্রের শক্তি, রত্ন। কিন্তু অন্ধ বিরোধী গণতন্ত্রের অপমান।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।