‘ঠুমকা’ বিতর্কে গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবি তৃণমূলের। মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সংসদে বিক্ষোভ দলীয় নেত্রীদের। ঘটনায় উত্তপ্ত রাজ্য বিধানসভাও। মহুয়া-কাণ্ডে শুক্রবারই পেশ এথিক্স কমিটির রিপোর্ট। উত্তরবঙ্গ সফরে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়েই সম্পন্ন হল মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে। ডায়মন্ড হারবারে ৭০ হাজার প্রবীণকে টাকা মেটানো শুরু অভিষেকের। তেলেঙ্গানার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ রেবন্তের।
হেডলাইন:
আরও শুনুন: 6 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর-‘POK আমাদেরই’, অধিকৃত কাশ্মীরের আসন বিন্যাস জানিয়ে হুঙ্কার শাহের
বিস্তারিত খবর:
1. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচ নিয়ে কুরুচিকর আক্রমণের প্রতিবাদে সরব তৃণমূল। বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল মহিলা সাংসদরা। ছিলেন মহুয়া মৈত্র, মালা রায়, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, মৌসম বেনজির নূর প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-কে অবিলম্বে বহিষ্কারের দাবি তুললেন নেত্রীরা।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড শিল্পীদের সঙ্গে থিম সংয়ে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই মুখ্যমন্ত্রীর প্রতি কুরুচিকর কটাক্ষ ছুড়ে দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। যদিও পরে প্রবল বিতর্কের জেরে নিজের বয়ান বদলান তিনি। কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী কোনও মহিলা মুখ্যমন্ত্রীকে কীভাবে এহেন কুৎসিত মন্তব্য করছেন, তা নিয়ে পালটা আক্রমণে সোচ্চার হন তৃণমূলের মন্ত্রী ও সাংসদরা। এ নিয়ে প্রশ্নের জবাবে মমতা নিজেও বলেন, বলিউড তারকাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন তিনি। এই ইস্যুতে এবার বিক্ষোভ গড়াল বিধানসভা থেকে সংসদ পর্যন্ত। এদিন হাজরা মোড়েও বিক্ষোভ কর্মসূচি পালন ঘাসফুল শিবিরের। অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, দাবি তোলার পাশাপাশি গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবিতেও সরব রাজ্যের শাসক দল।
2. শুক্রবারই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট পেশ হতে চলেছে সংসদে। জানা গিয়েছে, সংসদের কার্যবিবরণীতে শুক্রবার রাখা হচ্ছে মহুয়ার বিষয়টি। ওই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আধ ঘণ্টা সময়ও দেবেন স্পিকার ওম বিড়লা।
টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। এথিক্স কমিটির রিপোর্টে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই ওই রিপোর্ট পেশের সম্ভাবনা দেখেছিল রাজনৈতিক মহল। কিন্তু মহুয়া ইস্যুতে শীতকালীন অধিবেশনের প্রথম চারদিন কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। শেষ পর্যন্ত শুক্রবার স্পিকার ওম বিড়লা মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব নিয়ে আলোচনায় সায় দিয়েছেন। তবে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। পাশাপাশি মহুয়াকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক বলে দাবি তৃণমূলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।