অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ বিনেশের, সান্ত্বনা প্রধানমন্ত্রীর। ষড়যন্ত্রের অভিযোগে সংসদে সরব বিরোধীরা। সাহায্য করেছে সরকার, দাবি ক্রীড়ামন্ত্রীর। ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবারই। ঘোষণা সেনাপ্রধানের। ফের রদবদল রাজ্য মন্ত্রীসভায়। মহারাষ্ট্রে ভোটপ্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। অলিম্পিক সফর শেষ ভারতের মহিলা টেবিল টেনিস দলের।
হেডলাইন:
আরও শুনুন: 6 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- সেনা শাসনেও নৈরাজ্য বাংলাদেশে, সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি
আরও শুনুন: 5 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- পদত্যাগ হাসিনার, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ঘোষণা সেনাপ্রধানের
বিস্তারিত খবর:
1. সোনা জয়ের লড়াইয়ে নামার আগেই পদক হাতছাড়া বিনেশ ফোগটের। নির্ধারিত ওজনের থেকে একশো গ্রাম ওজন বেড়ে যাওয়ায় ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয় তারকা কুস্তিগিরকে। হাতছাড়া হল নিশ্চিত রুপোও, খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে বিনেশকে। এই বিপর্যয়ে বিনেশকে টুইট করে সান্ত্বনা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষার সঙ্গে কথা বলেন। প্রয়োজনে কড়া প্রতিবাদ দায়ের করার কথাও বলেন। ‘তুমি চ্যালেঞ্জ নিতে পিছপা হওনি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো’, বিনেশকে বার্তা প্রধানমন্ত্রীর।
যদিও একসময়ে কুস্তি ফেডারেশনের কর্তা তথা মোদি সরকারের সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলন করে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন বিনেশ-সহ একাধিক কুস্তিগির। এবার অলিম্পিক্স থেকে বিনেশের আচমকে বাদ পড়ার নেপথ্যে ষড়যন্ত্রের ছায়াই দেখছে বিরোধী শিবির। মোদি সরকারের বিরুদ্ধে আঙুল তুলে তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রশ্ন, মোদি সরকারের মুখরক্ষা করতে অন্তর্ঘাত করা হল না তো? সংসদেও তুমুল বিক্ষোভ বিরোধী সাংসদদের। শেষ পর্যন্ত দুই কক্ষ থেকেই ওয়াক আউট করেন ইন্ডিয়া জোটের শরিকরা। যদিও সংসদে বিবৃতি দিয়ে ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের দাবি, অলিম্পিকের আগে তারকা কুস্তিগিরকে সবরকম সাহায্য করেছে সরকার।
2. নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গড়ছে বাংলাদেশ। বৃহস্পতিবারই হতে পারে শপথ অনুষ্ঠান, সেনাসদরে এক সাংবাদিক সম্মেলনে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে মোটামুটি ১৫ জন।
গুরুদায়িত্ব নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। তার আগেই শ্রম আইন লঙ্ঘনের মামলায় দেওয়া কারাদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন তিনি। দেশবাসী ও আন্দোলনরত ছাত্রদের কাছে শান্তি বজায় রাখার আবেদন রেখেছেন তিনি। তাঁর বার্তা- ‘আমাদের কোনও প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত–নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।’ এদিকে সেনাশাসনের পরেও এখনও উত্তপ্ত বাংলাদেশ। অশান্ত বাংলাদেশ থেকে প্রাণভয়ে ভারতে চলে আসার চেষ্টায় হাজার হাজার নাগরিক। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে অতিরিক্ত সংখ্যায় বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।