বালিগঞ্জে পথচারীকে পিষে মারল বিলাসবহুল গাড়ি। পুলিশের হাতে গ্রেপ্তার ঘাতক গাড়ির চালক। জাদুঘরে গুলিবর্ষণ কাণ্ডের জের। ধৃত CISF জওয়ানকে ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ। প্রধানমন্ত্রীর পৌরহিত্যে হল নীতি আয়োগের বৈঠক। ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হেডলাইন:
আরও শুনুন: 6 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ভরসন্ধেয় শহরে গুলিবৃষ্টি, সিআইএসএফ বারাকে জওয়ানের গুলিতে নিহত ১
আরও শুনুন: 5 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
বিস্তারিত খবর:
1. রবিবার, ছুটির শহরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বালিগঞ্জ সার্কুলার রোডে পথচারীকে পিষে মারল বিলাসবহুল গাড়ি। ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বালিগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালককেও। জানা গিয়েছে, রবিবার বিকেলে এজেসি বোস রোড থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকাই রাস্তার পাশে রাখা দুটি গাড়িতে পরপর ধাক্কা দেয় ওই গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় রাস্তার পাশে থাকা একটি গাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘাতক গাড়িটিও। সেই সময় ফুটপাথ ধরে যাচ্ছিলেন ষষ্ঠী দাস। বেপরোয়া গতিতে ঘাতক গাড়িটি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মৃতের বাড়ি পিকনিক গার্ডেন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বালিগঞ্জ থানায়। অভিযুক্তকে জেরা করে ঘটনার কার্যকারণ খতিয়ে দেখা হবে, এমনটাই জানিয়েছে পুলিশ।
2. জাদুঘর গুলিবর্ষণ কাণ্ডে ধৃত সিআইএসএফ জওয়ানকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। শনিবার সন্ধ্যায় আচমকা জাদুঘরের সামনের সিআইএসএফ ব্যারাকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন জাদুঘরের আরমার ইনচার্জ অর্থাৎ অস্ত্রাগারের দায়িত্বে থাকা এক সিআইএসএফ কর্তা। তাঁর ছোঁড়া গুলিতেই মৃত্যু হয় সিআইএসএফের এএসআই রঞ্জিত ষড়ঙ্গির। আহত হন সুবীর ঘোষ নামের এক জওয়ান। সামনে থাকা পুলিশের গাড়ির কাচও এলোপাথাড়ি গুলিতে ঝাঁজরা হয়ে যায়। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অক্ষয়কুমার মিশ্রকে। প্রথমে লালবাজার এবং পরে নিউ মার্কেট থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রবিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে ধৃতের পুলিশ হেফাজতের আরজি জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করে আদালত। প্রসঙ্গত, ধৃতকে জেরায় জানা গিয়েছে, একজন নয়, ঘাতক জওয়ানের টার্গেট ছিল ৪ জন। সন্ধে সোয়া ছ’টা নাগাদ জাদুঘরের মূল ফটক বন্ধ হয়। দীর্ঘদিন ধরে ধৃত জওয়ানকে নিয়ে ব্যঙ্গ, উপহাস করতো তার সহকর্মীরা। সেই ব্যঙ্গের জবাব দিতেই ৪ জওয়ানকে টার্গেট করেছিল ঘাতক অক্ষয়কুমার মিশ্র। আগামী ২১ আগস্ট ফের আদালতে তোলা হবে ধৃত জওয়ানকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।