সঞ্জয়ের শুনানিতে পৌঁছতেই দেরি সিবিআই-এর আইনজীবীর। গাফিলতিতে কড়া ভর্ৎসনা আদালতের। সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের মামলা। সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূনকে আটক ইডির। প্রাক্তন অধ্যক্ষের শ্বশুরবাড়ি, ক্যানিংয়ের বাংলোয় হানা কেন্দ্রীয় সংস্থার। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার ধরনায় আনিসের বাবা। আগামী রবিবার ফের ‘রাত দখলে’র ডাক মহিলাদের।‘অপরাজিতা’ বিলকে ছাড়পত্র নয় এখনই। টোকিওর রেকর্ড ভেঙে প্যারালিম্পিকে দুরন্ত সাফল্য ভারতের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি কর ধর্ষণ-খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়ের জামিন মামলায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে। প্রথমে সিবিআইয়ের আইনজীবী, তদন্তকারী অফিসার কেউই হাজির ছিলেন না আদালতে। এমন স্পর্শকাতর মামলায় আইনজীবী অনুপস্থিত কেন, তা নিয়ে চূড়ান্ত উষ্মাপ্রকাশ করেন শিয়ালদহ আদালতের বিচারপতি।
শুক্রবার শিয়ালদহ আদালতে ধৃতের হয়ে লিগাল এইডের আইনজীবী কবিতা সরকার জামিনের আবেদন করেন। পালটা সিবিআই-কে সওয়াল করতে বলেন বিচারক। আইনজীবী ও তদন্তকারী অফিসারের খোঁজ করেন। কিন্তু তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন, “তাহলে কি এই কেসে আমি জামিন দিয়ে দেব? এটা তো সিবিআইয়ের তরফে চরম গাফিলতি!” দীর্ঘ সময় পর আদালতে পৌঁছে সঞ্জয়ের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। বিচারক সঞ্জয়কে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে হবে।
এদিকে আর জি কর কাণ্ডে শীর্ষ আদালতেও ধাক্কা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর জি করে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ। কিন্তু তাঁর আবেদন গ্রহণ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলায় সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখার আগে হস্তক্ষেপ করা সম্ভব নয়, সাফ জানাল শীর্ষ আদালত।
2. আর জি কর কাণ্ডের প্রতিবাদে শামিল আমতার আনিসের বাবা সালেম খান। শ্যামবাজারে ধরনায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। ওই মামলার পরিপ্রেক্ষিতে আগামী ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে ধরনায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন আনিসের বাবা। তরুণী চিকিৎসকের পাশাপাশি নিজের ছেলের মৃত্যুরও সুবিচারের দাবিতেই ধরনা কর্মসূচি তাঁর।
এদিকে গত ১৪ আগস্টের পর আগামী রবিবার ফের ‘রাত দখলে’র ডাক। সুপ্রিম শুনানির আগের দিন, আগামী ৮ সেপ্টেম্বর সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন রিমঝিম সিংহরা। সোমবার চারটে থেকে শিলিগুড়ির হাসমিচকে ‘ভোর দখলে’র ভাবনা। তাতে অংশ নেবেন টেবিল টেনিস তারকা মান্তু ঘোষেরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।