কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝুলেই রইল ২৬ হাজার চাকরিহারার ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছল প্যানেল বাতিল মামলা। মঙ্গলবার মামলা শুনবেন প্রধান বিচারপতি। শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, গুরুতর জখম আরও ২। নাম না করে শাহজাহানকে তোপ, সন্দেশখালির ‘স্টিং’ নিয়ে নীরব শাহ। ফাঁস বিশ্বকাপে ভারতের নতুন জার্সির ছবি।
হেডলাইন:
আরও শুনুন: 5 মে 2024: বিশেষ বিশেষ খবর- ভোটের মাঝে অযোধ্যার রামন্দিরে মোদি, দর্শন পুজোর পর হল রোড-শো
আরও শুনুন: 4 মে 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালি ‘সাজানো ঘটনা’, স্টিং ভিডিও হাতিয়ার করে বিজেপিকে তোপ অভিষেকের
বিস্তারিত খবর:
1. দীর্ঘ দিনের দহনজ্বালা থেকে অবশেষে স্বস্তি। সোমবার বৃষ্টির দেখা মিলল কলকাতা-সহ রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশির ভাগ জেলাতেই। কোথাও ছিটেফোঁটা, কোথাও তুলনামূলক বেশি। সঙ্গে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই ভিজল কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলার বেশির ভাগ অংশ। বঞ্চিত হল না উত্তরবঙ্গও। বৃষ্টির ছোঁয়া পেল বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। উত্তরে কোচবিহারেও হল বৃষ্টি। জানা গিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কিছু অংশে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2. ঝুলেই রইল চাকরিহারাদের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। উৎকণ্ঠার প্রহর গুনছেন প্রায় ২৬ হাজার চাকরিহারা।
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে ২০১৬-র এসএসসি প্যানেল। চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষককর্মী। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিল হাই কোর্ট। প্রথম দিনের শুনানিতে সেই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। নিষেধাজ্ঞার মেয়াদ ছিল সোমবার পর্যন্ত। এদিনই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মামলার শুনানি ছিল। কিন্তু অন্য মামলার দীর্ঘ শুনানির জেরে এদিন আর এই মামলার শুনানি সম্ভব হয়নি। পরবর্তী শুনানি আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।