কাশীপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু। আলিপুর কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের। ঘটনাস্থলে গেলেন অমিত শাহ। রাজ্য বিজেপিকে চাঙ্গা করার উদ্যোগ অমিত শাহের। টানলেন মমতার লড়াইয়ের উদাহরণ। খারিজ করলেন বঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিও। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়। মূল অভিযুক্তের বিচারে গৃহীত হবে না নির্যাতিতার বয়ান। জানাল কলকাতা হাই কোর্ট।
হেডলাইন:
আরও শুনুন: 5 মে 2022: বিশেষ বিশেষ খবর- বঙ্গ সফরে সিএএ-কাটমানি নিয়ে তোপ শাহের, পালটা মমতার
আরও শুনুন: 4 মে 2022: বিশেষ বিশেষ খবর- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিল আরবিআই
বিস্তারিত খবর:
1. অমিত শাহের রাজ্যসফরের মাঝেই কলকাতায় রহস্যমৃত্যু এক বিজেপি কর্মীর। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অর্জুন চৌরাসিয়া। টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনির বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার সকালে ওই এলাকার একটি পুরনো রেল কোয়ার্টারে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। কিন্তু তাঁর পা ছিল মাটিতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, বিধানসভা ও পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছিলেন অর্জুন। পুরভোটের পর থেকে অর্জুনকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। আলিপুর কম্যান্ড হাসপাতালে মৃত বিজেপি নেতার দেহের ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মামলার দায়িত্ব সিবিআইকে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছে মৃতের পরিবার।
এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে এদিন দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক-সহ অন্যান্যরা। “রাজনৈতিক কারণে খুন করা হয়েছে অর্জুন চৌরাসিয়াকে”, বলে তোপ দাগেন অমিত শাহ। তিনি আরও বলেন, “তৃণমূল সরকারের ১ বছর পূর্ণ হওয়ার ঠিক পরের দিন রাজ্যে রাজনৈতিক হিংসার পরম্পরা শুরু হয়ে গিয়েছে।” এদিকে এই ইস্যুতে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
2. বাংলার আইনশৃঙ্খলার খামতি রয়েছে বলে অভিযোগ তুলে বারবার সরব হয়েছে বিজেপি। রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুর চড়িয়েছেন গেরুয়া শিবিরের নেতানেত্রীরা। তবে বঙ্গ সফরে এসে দলীয় নেতৃত্বের দাবি খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি নির্বাচিত সরকারকে কি এভাবে সরিয়ে ফেলা সম্ভব, পালটা প্রশ্ন তাঁর। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে দলীয় কর্মীদের সামনে মমতার উদাহরণই তুলে ধরলেন অমিত শাহ। জানালেন, মনোবল হারালে চলবে না।
শুক্রবার দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। সেখানেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টান্ত তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, “সিপিএম ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কেও লড়াই করতে হয়েছে। তিনি যখন লড়াই করে উঠে এসেছিলেন, সিপিএমের হাতে কম মার খেতে হয়নি। আমিও অনেক লড়াই করেছি।” এরপরই অবশ্য যোগ করেন, “পরে সিপিএম যা করেছে মমতা এখন সেটাই করছেন। তাই বিরোধী দলে থাকলে লড়াইটা লড়তে হবে। মনোবল হারালে চলবে না।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।