তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুরসিতে মোদি। রবিসন্ধ্যায় দিল্লিতে শপথগ্রহণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন থাকবেন ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা। দুই নির্দলের যোগ, লোকসভায় সেঞ্চুরি কংগ্রেসের। শক্তিবৃদ্ধি ‘ইন্ডিয়া’র। শেয়ার ইস্যুতে মোদি-শাহর বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি রাহুলের। আড়াই মাস পর নবান্নে মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত। রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ।
হেডলাইন:
আরও শুনুন: 5 জুন 2024: বিশেষ বিশেষ খবর- মোদিকেই সমর্থন নীতীশ-নায়ডুর, তৃতীয়বার সরকার গড়ার পথে NDA
আরও শুনুন: 4 জুন 2024: বিশেষ বিশেষ খবর- NDA-র ঘাড়ে নিঃশ্বাস ‘ইন্ডিয়া’র, লোকসভায় বাংলায় সবুজ ঝড়
বিস্তারিত খবর:
1. জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে ফের সরকার গড়ছে বিজেপি। তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদিই। আগামী ৯ জুন, রবিবার রাষ্ট্রপতিভবনে শপথ নেবেন তিনি। জানা গিয়েছে, সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি।
মোদির সাফল্যে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। তালিকায়, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মালদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক-সহ আরও অনেকে ছিলেন। এঁদের সকলকেই ধন্যবাদ জানান নমো। এবার শপথগ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রণ পেতে চলেছেন এঁদের অনেকেই। জানা গিয়েছে, মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ। এছাড়াও বিশেষ এই অনুষ্ঠানের আমন্ত্রণ গিয়েছে আমেরিকা ও রাশিয়ার কাছেও। তবে যে পাঁচ দেশের রাষ্ট্রনেতারা আসছেন, তাঁদের সঙ্গে মোদি বৈঠকে বসবেন কি না তা এখনও জানা যায়নি।
2. দিল্লিতে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই লোকসভায় শক্তিবৃদ্ধি ইন্ডিয়া জোটের! জানা গিয়েছে, বৃহস্পতিবারই দুই নির্দল সাংসদ যোগ দিয়েছেন কংগ্রেসে। এঁদের মধ্যে একজন বিহারের পূর্ণিয়া নির্দল সাংসদ পাপ্পু যাদব। এই যোগদানের ফলে লোকসভায় ১০০ আসনের গণ্ডি পেরিয়ে গেল হাত শিবির। সরকার গড়ার সংখ্যা না থাকায় আপাতত ইন্ডিয়া জোট বিরোধী আসনেই বসবে। বুধবার সব শরিকদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে বৃহস্পতি দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ তৎপর হতে দেখা যায়। এদিন তিনি প্রথমে দেখা করেন অখিলেশ যাদবের সঙ্গে। পরে আম আদমি পার্টির দুই শীর্ষ নেতা রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন। অন্যদিকে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহর বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানালেন রাহুল গান্ধী। শেয়ার বাজারে ‘দুর্নীতি’ নিয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ে দুই নেতার বিরুদ্ধে তদন্ত করতে হবে বলে দাবি করলেন তিনি। তাঁর প্রশ্ন, মোদি-শাহর কী ভূমিকা রয়েছে শেয়ার বাজারের রেকর্ড পতনের নেপথ্যে, সেটাও প্রকাশ্যে আসা দরকার। সবমিলিয়ে নতুন সরকার গড়ার আগেই মোদি-শাহর বিরুদ্ধে অভিযোগে সরব হলেন রাহুল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।