বাংলায় ১০০ দিনের কাজের টাকা আটকানোর কারণ কী? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব আদালতের।রেল দুর্ঘটনায় মৃত বাংলার ১০৩। কটক হাসপাতালে তথ্যপ্রকাশ মুখ্যমন্ত্রীর। বুধবার থেকেই যাত্রা করমণ্ডলের, তদন্ত শুরু সিবিআইয়ের। রুজিরা ইস্যুতে অভিষেকের তোপের জবাব বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং-এর। কর ফাঁকির অভিযোগ কার্যত মেনে নিল বিবিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রোহিতের হাতে চোট। মঙ্গলবার অনুশীলনে বিপত্তি।
হেডলাইন:
আরও শুনুন: 5 জুন 2023: বিশেষ বিশেষ খবর- বিদেশযাত্রায় বাধা অভিষেক-পত্নী রুজিরাকে, ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে এই অভিযোগে সরব হয়েছে রাজ্য সরকার। এবার সেই ইস্যুতে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল হাই কোর্ট। ১০ দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে। একইসঙ্গে প্রকল্পের টাকা নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, ১০০ দিনের কাজের প্রকল্পে ২ হাজার ৭০০ কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। পালটা কেন্দ্রের দাবি, রাজ্য়ে ১০০ দিনের কাজে প্রচুর দুর্নীতি হয়েছে। তাই টাকা দেওয়া হচ্ছে না। ঘটনার জল গড়ায় হাই কোর্টে। দায়ের হয় জনস্বার্থ মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে হাই কোর্টের প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানম বলেন, “রাজ্যের ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট হয় গ্রহণ করুন অথবা বাতিল করুন।” এরপরই তিনি নির্দেশ দেন, ভুয়ো অ্যাকাউন্টে, ভুয়ো নাম ব্যবহার করে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, কেন্দ্র এবং রাজ্যকে যথাযথ তদন্ত করা দেখার।
2. শেষ হয়েছে শনাক্তকরণের কাজ। করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার ১০৩ জন। নিখোঁজের সংখ্যা এখনও পর্যন্ত ৩১। মঙ্গলবার কটক থেকে এমনই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার, এই প্রতিশ্রুতিও দিয়েছেন। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্য়ু হয়েছে ২৭৮ জনের। দুর্ঘটনার পরদিনই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিন পর ফের ওড়িশা গেলেন তিনি। দুর্ঘটনায় বাংলার ৫১ জন ভরতি এই হাসপাতালে। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শারীরিক অবস্থা কেমন, এদিন তার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। একইসঙ্গে কটক হাসপাতালের চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানান। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির স্ত্রীকে হোমগার্ডের চাকরির আশ্বাসও দেন তিনি। অন্যদিকে বুধবার থেকে ফের যাত্রা শুরু করবে অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস। গত শুক্রবার সন্ধ্যায় যে করমণ্ডল এক্সপ্রেস কার্যত মৃত্যুমণ্ডলে পরিণত হয়েছিল, সেই করমণ্ডল পাঁচদিন পর নতুন করে যাত্রা শুরু করছে। এদিকে মঙ্গলবারই করমণ্ডলে দুর্ঘটনার ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। এদিন ঘটনাস্থলে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। সূত্রের খবর, রেলমন্ত্রকের অনুরোধে একটি অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।