তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১২০০ পার। পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদির। পাঠানো হবে ত্রাণ, প্রতিনিধিদল। কম্পনে মৃত্যুমিছিল সিরিয়াতেও। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট প্রদান সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের। যোগ্য প্রাপক মুখ্যমন্ত্রী, অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা রাজ্যপালের। ২০১৪-র প্রাইমারি টেটে অ্যাপ্টিটিউড টেস্ট ছাড়াই শিক্ষক নিয়োগের অভিযোগ। ইন্টারভিউয়ারদের তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এসএসসি মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন। কেন্দ্রীয় সংস্থাকে তুলোধোনা হাই কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 5 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- বিজেপিতে ধাক্কা, অভিষেকের হাত ধরে তৃণমূলে আলিপুরদুয়ারের বিধায়ক
বিস্তারিত খবর:
1. ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু উপত্যকায় পরিণত হল তুরস্ক। সোমবার ভোররাতে ৭.৮ রিখটার স্কেলে কম্পন হওয়ার পরে দুপুরে আবার নতুন করে কেঁপে ওঠে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার কম্পনের মাত্রা ছিল ৭.৬। দ্বিতীয় কম্পনে সবচেয়ে বেশি কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ। ভূমিকম্প অনুভূত হয় ইজিপ্টেও। সূত্রের খবর, এর পরে আরও একবার ফের কেঁপে উঠেছে তুরস্ক। ভূমিকম্পের জেরে তুরস্ক ও প্রতিবেশী দেশ সিরিয়াতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১২০০ ছাড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, তুরস্কে মৃত ৯১২, সিরিয়ায় ৩২৬ জন। ধ্বংসস্তূপের মধ্যে আরও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান। গুরুতর আহত অসংখ্য মানুষ। মাটিতে মিশে গিয়েছে প্রচুর বহুতল। এহেন মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ে তুরস্কের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা, ইজরায়েল, ইউক্রেনের মতো একাধিক দেশ। বিধ্বস্ত দেশটিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোমবার জরুরি বৈঠকের পর চিকিৎসক, উদ্ধারকারী কুকুর-সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০০ সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিপুল পরিমাণ ত্রাণও পাঠানো হবে তুরস্কে। ১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি বলেই মত ওয়াকিবহাল মহলের।
2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর ফের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মান পেলেন মুখ্যমন্ত্রী। সোমবার সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাফ দাবি, “এই ডক্টরেট অফ লিটারেচার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল। রাজনীতিতে সাফল্যের জন্য নয়। সেটা তিনি রাজ্যের মানুষের কাছ থেকে পেয়েছেন। তিনি এই সম্মানের যোগ্য এবং নিজের যোগ্যতাতেই তা অর্জন করেছেন।” তিনি আরও বলেন, “যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতির সঙ্গেও সাহিত্যে অনন্য কীর্তি রেখেছেন, তাঁদের মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার মধ্যে রাজনীতি প্রবেশ করা ঠিক নয়। কিন্তু রাজনীতির মধ্যে শিক্ষা প্রবেশ করলে তা মন্দ নয়।” যদিও এ নিয়ে বিজেপির কটাক্ষ, “সৌজন্য ভাল, অতি সৌজন্য ভাল নয়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের ডি.লিট প্রাপ্তিতে টুইটারে তোপ দেগেছেন অনুপম হাজরাও। তবে বিরোধী মন্তব্য গ্রাহ্য না করে এদিনের সম্মানকে সমাজের নিচুতলার মানুষের উদ্দেশেই উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।