প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। শোকের ছায়া বাংলাতেও। ওমিক্রনমুক্ত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সুস্থতার পথে দেশ। বঙ্গেও নিয়ন্ত্রণে করোনা। ভোটমুখী পাঁচ রাজ্যে বিধিনিষেধ খানিকটা শিথিল করল নির্বাচন কমিশন। বৃষ্টির ফাঁড়া কাটিয়ে শীতের আমেজ বঙ্গে। দুরন্ত পারফরমেন্সের স্বীকৃতি। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। করোনামুক্ত হয়েছিলেন। হার মানিয়েছিলেন নিউমোনিয়াকেও। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার সকালে ৯২ বছর বয়সে মৃত্যু হল তাঁর।
গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায় কোভিডের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত কিংবদন্তি গায়িকা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকেও সরানো হয়েছিল। কিন্তু শনিবার ফের লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়। আবারও ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। সব রকম ভাবে চেষ্টা করেছিলেন চিকিৎসকেরাও। কিন্তু এদিন থেমে গেল প্রায় ২৭ দিনের সব লড়াই।
তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। সুরের সরস্বতীর মৃত্যুতে দেশজু়ড়ে দু’দিনের জাতীয় শোক পালিত হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। শিল্পীর মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে যান শচীন তেন্ডুলকর। শোকের ছায়া গোটা দেশেই। রবিবার তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন শিল্পীর বোন আশা ভোঁসলে। আসেন অমিতাভ বচ্চন, সঞ্জয় লীলা বনশালী, অনুপম খের-সহ বহু তারকাই। আহমেদাবাদে টিম ইন্ডিয়ার হাজারতম ওয়ানডে ম্যাচে শিল্পীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করল ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামলেন রোহিতরা। পালন করা হল নীরবতাও। কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানান পড়শি দেশ পাকিস্তান ও বাংলাদেশের ক্রীড়ামহলও।
হাসপাতাল থেকে প্রথমে বাসভবন ‘প্রভুকুঞ্জে’ নিয়ে যাওয়া হয় শিল্পীর নশ্বর দেহ। তাঁর শেষকৃত্যে উপস্থিত থাকতে মুম্বইতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ছিলেন, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, জাভেদ আখতারের মতো তারকা গুণমুগ্ধরা। রবিবার সন্ধেয় শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শিল্পীর শেষকৃত্য।
2. ভারতরত্ন লতা মঙ্গেশকর জীবনাবসানে শোকেরা ছায়া নামল বাংলাতে। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পেয়েই টুইটারে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। পাশপাশি তিনি জানান, শিল্পীকে শ্রদ্ধা জানাতে আগামী ১৫ দিন রাজ্যজুড়ে বাজবে তাঁর গান। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্রসদনে আগামিকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থাও করা হয়েছে।
লতা মঙ্গেশকরের প্রয়াণের খবরে শোকস্তব্ধ বাংলার শিল্পীমহল। সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব-এর মতো তারকারা। সঙ্গীতশিল্পী কুমার শানু জানিয়েছেন, লতাজির প্রয়াণ তাঁর কাছে মাতৃশোকের মতোই। তাঁর প্রয়াণের খবর এখনও মেনে নিতে পারছেন না হৈমন্তী শুক্লা, কৌশিকী চক্রবর্তীর মতো শিল্পীরা। প্রিয় শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন শ্রেয়া ঘোষাল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।