‘পাক অধিকৃত কাশ্মীর আমাদের।’ নেহরুকে বিঁধে সংসদে হুংকার অমিত শাহের। পুনর্বিন্যাস বিধানসভার, পণ্ডিতদের জন্য আসন সংরক্ষণে বিল পাশ কেন্দ্রের। ৩ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর জোট নিয়ে নয়া স্ট্র্যাটেজি মমতার। সরাতে হবে ভোট কাটুয়াদের। আসন সমঝোতার কথা বলেও ইঙ্গিত বাংলার নেতৃত্বের। ‘খেলা হবে’, চব্বিশের আগে সম্প্রীতি মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ নেত্রীর। বিশ্বক্রিকেটে দাপট অব্যাহত টিম ইন্ডিয়ার। আইসিসি ক্রমতালিকায় একযোগে আট বিভাগে সেরা মেন ইন ব্লু। দল হিসাবে তিন ফরম্যাটেই এক নম্বরে ভারত।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. লোকসভা ভোটের দোরগোড়ায় ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে পাক অধিকৃত কাশ্মীর ইস্যু। পণ্ডিত জওহরলাল নেহরুর ভুলেই ভারতের অবিচ্ছেদ্য ওই অংশ হাতছাড়া হয় বলে এদিন আবার নেহরুকে বিঁধেছেন শাহ।
সংসদের চলতি অধিবেশনে কাশ্মীর সংক্রান্ত দুটি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল এবং আরেকটি জম্মু কাশ্মীর বিধানসভা আসন পুনর্বিন্যাস বিল। ওই বিল নিয়ে আলোচনার সময়ই অমিত শাহ বলে দেন, বিধানসভায় জম্মুর আসনসংখ্যা ৩৭ থেকে বেড়ে ৪৩ হচ্ছে। কাশ্মীরের আসন সংখ্যা ৪৬ থেকে হচ্ছে ৪৭। আর পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন থাকছে। একজন মহিলা-সহ দুজন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যের জন্য সংরক্ষণের কথাও বলা হয়েছে। এছাড়াও পাক-অধিকৃত কাশ্মীর থেকে বাস্তুচ্যুতদের জন্যও উপত্যকার বিধানসভায় একটি আসন সংরক্ষিত হল। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর এবার পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা এলাকা বিন্যাসের ঘোষণাও করে দিল কেন্দ্র। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই।’’ বিরোধীদের হট্টগোলের মধ্যে দুটি বিলই পাশ হয়ে গেল লোকসভায়। প্রতিবাদে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা।
2. গোবলয়ের ৩ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে নয়া স্ট্র্যাটেজি তুলে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ইন্ডিয়া জোটের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে পারে, তাদের শনাক্ত করার নির্দেশ মমতার। একইসঙ্গে তাদের জোট থেকে বের করে দেওয়ার নিদান দিয়েছেন নেত্রী। এই প্রসঙ্গেই বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগে বাম শিবিরকে কড়া তোপ দেগেছেন তিনি। মমতা স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট যে ফর্মুলায় আসন সমঝোতা করবে, সেটা তৃণমূল মেনে চলবে।
চার রাজ্যের ভোটে কংগ্রেসের বিপর্যয় নিয়ে মমতা আগেই বলে দিয়েছিলেন, এটা বিজেপির জয় নয়। কংগ্রেসের পরাজয়। ভোট কাটাকাটির অঙ্কে জিতেছে বিজেপি। এদিন কলকাতায় তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠানে ভারচুয়াল বার্তা দিতে গিয়ে আরও একবার সে কথা মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী। বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে ইন্ডিয়া জোট যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করে, তাহলে বিজেপিকে হারানো যাবে বলেই আত্মবিশ্বাসী মমতা। তবে সদ্য রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা হারানো কংগ্রেসকেও পরোক্ষে বার্তা দিয়েছেন তিনি। ঐক্যবদ্ধ ভাবে লড়াই করলে বাংলাই ভারতবর্ষ পরিচালনা করবে, এ কথা বলে তৃণমূলকেই যেন ফের ইন্ডিয়া জোটের চালিকাশক্তি বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের আগে যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।