সেনা শাসনেও নৈরাজ্য বাংলাদেশে। গ্রেপ্তার দুই প্রাক্তন মন্ত্রী, সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। শেখ হাসিনার ভিসা বাতিল আমেরিকার। বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর চেষ্টা। আক্রান্ত সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন জয়শংকর। বাংলাদেশে অশান্তির মাঝে শাহ-শুভেন্দুর বৈঠক। কথা জে পি নাড্ডার সঙ্গেও। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে বাড়ল নিরাপত্তা। প্রথম থ্রোয়েই ফাইনালে নীরজ। পদকের আশা জাগিয়ে সেমিফাইনালে ভিনেশ।
হেডলাইন:
আরও শুনুন: 5 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- পদত্যাগ হাসিনার, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ঘোষণা সেনাপ্রধানের
আরও শুনুন: 4 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যের বন্যা পরিস্থিতি ‘ম্যান-মেড’, হেমন্তকে ফোন করে দাবি মমতার
বিস্তারিত খবর:
1. অগ্নিগর্ভ বাংলাদেশে জারি সেনাশাসন। তাতেও কমেনি নৈরাজ্য। হিংসায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। বাংলাদেশ জুড়ে চলছে পুলিশনিধন যজ্ঞ। এনায়েতপুরে আক্রান্ত ১৪ জন পুলিশ কর্মী। কার্যত পুলিশ শূন্য হয়ে পড়েছে একাধিক থানা। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন পুলিশকর্তারা। মঙ্গলবার দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা বিমানবন্দরে আটক করা হয় হাসিনা সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ পলককে। একইভাবে গ্রেপ্তার হন গ্রেপ্তার প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদও। আন্দোলনকারীদের চাপের মুখে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়াও শুরু হয়েছে। আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের মুখ কে হবেন সেদিকেই নজর রয়েছে সকলের। সবার আগে উঠে আসছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নাম। সেনা শাসন সরিয়ে ইউনুসকে চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন আন্দোলনকারী ছাত্ররাও। এদিকে, শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ভারতেই রয়েছে হাসিনা। তবে মুজিবকন্যার পরবর্তী ঠিকানা কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
2. বাংলাদেশ পরিস্থিতে নিয়ে উদ্বিগ্ন বিদেশমন্ত্রী এস জয়শংকর। অগ্নিগর্ভ বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। মঙ্গলবার, রাজ্যসভায় সেকথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিদেশমন্ত্রী। তাঁর দাবি, পড়শি দেশে এখনও আটকে রয়েছেন প্রায় ১৯ হাজার ভারতীয়। যার মধ্যে ৯ হাজার পড়ুয়া রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। গোটা পরিস্থিতি নজরে রেখে বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী। এদিন রাজ্যসভায় হাসিনার ভারতে থাকার কথা জানিয়েছেন জয়শংকর। তিনি বলেন, খুব অল্প সময়ের নোটিসে এদেশে আসার আর্জি জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। কিন্তু হাসিনা কিংবা বাংলাদেশ নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা কী, তা খোলসা করেননি জয়শংকর। এদিকে, বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক সারে কেন্দ্রের বিজেপি সরকার। সেখানেই ওঠে পাকিস্তান প্রসঙ্গ। আলোচনার শুরুতেই বিদেশমন্ত্রীর কাছে রাহুল গান্ধী জানতে চান, বাংলাদেশের ঘটনার নেপথ্যে কি পাকিস্তানের হাত রয়েছে? উত্তরে জয়শংকর বলেন, গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে। এখনই তাড়াহুড়ো করে এই বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না। তিনি আরও জানান, এক পাক রাষ্ট্রদূত সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইলের ছবি বদল করে সেখানকার হিংসাকে সমর্থন জানিয়েছেন। সেদিকেও নজর রাখছে ভারত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।