অতি সংক্রামক XE ভ্যারিয়েন্টের খোঁজ মিলল ভারতে। মুম্বইয়ে আক্রান্ত এক মহিলা। সিবিআই দপ্তরে ফের গরহাজির অনুব্রত মণ্ডল। এসএসকেএম-এ ভর্তি তৃণমূলের দাপুটে নেতা। লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে উদ্যোগ। বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। ঝালদায় কাউন্সিলর খুনের প্রতক্ষ্যদর্শীর রহস্যমৃত্যু।ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে লোকসভায় বিবৃতি পেশ বিদেশমন্ত্রীর। শান্তির পক্ষেই ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 5 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- বিশ্বের দরবারে সেরার স্বীকৃতি পেল SSKM
বিস্তারিত খবর:
১। ফের অশনিসংকেত। এবার ভারতে হদিশ মিলল করোনার অতি সংক্রামক XE ভ্যারিয়েন্টের। মুম্বইয়ের এক মহিলা করোনার এই অতি সংক্রামক স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন বলে বৃহন্মুম্বই পুরসভা সূত্রে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলা মুম্বইয়ের বাসিন্দা নন। তিনি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে এদেশে এসেছেন। BMC সূত্রের খবর, মঙ্গলবার মুম্বইয়ের মোট ২৩০ জন করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। যাদের মধ্যে ২২৮ জনের শরীরে করোনার সাধারণ স্ট্রেইন ধরা পড়েছে। একজনের শরীরে হদিশ মিলেছে করোনার কাপ্পা স্ট্রেনের। আরেকজন রোগীর শরীরে এই অতিসক্রামক XE ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। যদিও বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, XE ভ্যারিয়েন্টে আক্রান্ত ওই রোগীর শরীরে ভয়াবহ কোনও উপসর্গ চোখে পড়েনি। ইতিমধ্যেই চিন, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনে এই ভ্যারিয়েন্টটি দাপট দেখানো শুরু করে দিয়েছে। ভারতে এই স্ট্রেনের হদিশ মেলায় স্বাভাবিকভাবেই নতুন করে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
২। বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। তবে এবারও অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারলেন না। ৮ সদস্যের মেডিক্যাল টিম প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর শারীরিক পরীক্ষা করে। একাধিক শারীরিক পরীক্ষা পরই তাঁকে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। জানা গিয়েছে তাঁর হার্টে সামান্য ত্রুটি রয়েছে। লিভারের সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছে। বুক ধড়পড়ানি, বুকে ব্যথার মতো সমস্যাগুলির জন্যও হয়েছে টেস্ট। যতদিন না সুস্থ হচ্ছেন, ততদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে মত চিকিৎসকদের। এদিন অনুব্রতর শারীরিক অবস্থার বিষয়ে অবগত করতে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করেন তাঁর দুই আইনজীবী। তাঁরা জানান, সদিচ্ছা সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারণেই হাজিরা দিতে পারেননি অনুব্রত। সশরীরে হাজিরা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন তিনি। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা চাইলে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থা দেখে কথা বলতেই পারেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।