আর জি কর মামলায় সুপ্রিম শুনানির নতুন দিন। ৯ সেপ্টেম্বর হবে শুনানি প্রধান বিচারপতির বেঞ্চেই। শীর্ষ আদালতের ঘোষণায় সাময়িক স্বস্তি আন্দোলনকারীদের। বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন। ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ উত্তরবঙ্গ মেডিক্যালের ডিন ও সহকারী ডিনের। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য পুরস্কার ফেরাচ্ছেন শিল্পীরা।কটাক্ষ ব্রাত্য বসুর। মোদি-শাহকে ‘অপরাজিতা’ বিলের প্রতিলিপি পাঠালেন স্পিকার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে ভারতকে পাশে চায় রাশিয়া।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যামামলার শুনানির নতুন দিনক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার, ৯ সেপ্টেম্বর হবে শুনানি। এমনই খবর শীর্ষ আদালত সূত্রে। ৫ সেপ্টেম্বর
এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রধান বিচারপতি না বসায় মামলায় শুনানি পিছিয়ে যায়। তা নিয়ে ক্ষোভ ছিল আন্দোলনকারীদের মধ্যে। তবে হতাশা সত্ত্বেও বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখেছিলেন সকলেই। শুধু
পরবর্তী শুনানি কোনদিন তা-ই জানতে চাইছিলেন সকলে। এদিন সেই ঘোষণাই হল। জানা গিয়েছে, ওইদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হবে। মামলা শুনবেন আরও দুই বিচারপতি – জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। বৃহস্পতিবার পরিবর্তিত দিনক্ষণ জেনে কিছুটা স্বস্তিতে আন্দোলনকারীরা।
2. বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন। বৃহস্পতিবার স্বাস্থ্যদপ্তরের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছ। স্বাস্থ্যভবন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিরূপাক্ষ কোথাও কাজে যোগ দিতে পারবেন না। জানা যাচ্ছে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরেক চিকিৎসক অভীক দে-কেও সাসপেন্ড করা হয়েছে।
সদ্য কাকদ্বীপে বদলি করা হয়েছিল বিরূপাক্ষ বিশ্বাসকে। তবে এই বদলি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দিনভর কাকদ্বীপ হাসপাতালে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। ঘেরাও করা হয় হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু রায়কে। এরপরই স্বাস্থ্যভবনের তরফে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশনের নির্দেশ আসে। তাতে বিক্ষোভ থামে। এদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লাগাতার ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।