১৪ বছরের টোরি শাসনের অবসান। ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির ঝড়, দল হারলেও জয়ী সুনাক। নয়া প্রধানমন্ত্রী স্টার্মারকে শুভেচ্ছা মোদির। স্পিকারের কাছেই শপথ ২ বিধায়কের। হাথরাসের স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের। দাবিদাওয়া নিয়ে মোদি সরকারের উপর চাপ নীতীশ-নায়ডুর। প্রশ্ন ফাঁস বিতর্ক সরিয়ে অবশেষে হচ্ছে NEET-PG পরীক্ষা।
হেডলাইন:
আরও শুনুন: 4 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যপালকে বাদ দিয়েই হতে পারে শপথ, জট কাটাতে সিদ্ধান্তের পথে স্পিকার
বিস্তারিত খবর:
1. ১৪ বছরের টোরি শাসনের অবসান ব্রিটেনে। নির্বাচনে ঝড় লেবার পার্টির। ৪১১টি আসন জিতে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেল কিয়ের স্টার্মার-এর দল। বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটকে বিদায় জানালেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তবে দলের ভরাডুবি হলেও সুনাক নিজে জিতে গিয়েছেন রিচমন্ড কেন্দ্র থেকে। জয়ী হয়েছেন সুনাক সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত নেত্রী সুয়েলা ব্রেভারম্যানও। কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির টিকিটে নির্বাচনে লড়া একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় নিশ্চিত করে ফেলেছেন। ৬৫০ আসনের হাউস অফ কমন্সে গতবার ১৫ জন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ ছিলেন। এবারও নির্বাচনে দাপট বজায় রেখেছেন ভারতীয় বংশোদ্ভূতরা। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে নির্বাচনী প্রচারেও বারবার প্রতিশ্রুতি দিয়েছে লেবার পার্টি। এবার ভোটে অভূতপূর্ব সাফল্যের জন্য স্টার্মারকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আগামিদিনের জন্য বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক ও তাঁর পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদি।
2. রাজ্য বিধানসভা বনাম রাজ্যপালের নজিরবিহীন সংঘাত পেরিয়ে অবশেষে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। বিধানসভায় বিশেষ অধিবেশনে নবনির্বাচিত দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজভবনের তরফে ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দেওয়া হলেও তিনি বলেন, “যে সভায় স্পিকার উপস্থিত আছেন সেখানে আমি শপথ নেওয়ার ধৃষ্টতা বা অসৌজন্য দেখাতে পারব না।” বিধানসভায় উপস্থিত সকলের সম্মতিতে দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাতেই শপথ বাক্য পাঠ করেন দুজনে। বিধানসভায় ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। যদিও এই অধিবেশন বয়কট করে বিজেপি।
তবে এরপরেও থামল না রাজভবন-বিধানসভার সংঘাত। রাজ্যপালের অভিযোগ, ডেপুটি স্পিকারের বদলে শপথবাক্য পাঠ করিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে রিপোর্ট পাঠিয়েছেন বোস। যদিও রাজ্যপালের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ বিধানসভার স্পিকার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।