‘বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়।’ বন্দে ভারতে পাথর ছোঁড়া ইস্যুতে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিহ্নিত বিহারের ৪ নাবালক হামলাকারী, গ্রেপ্তার ৩। নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল আরও ৫৯ জনের। বেতন বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ অভিযুক্ত। ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল ও দেহরক্ষী সায়গল হোসেন। বাংলার মিড-ডে মিলের মেনুতে এবার মুরগির মাংস। শীতের ধাক্কায় কাবু রাজ্য। রবিবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ।
হেডলাইন:
আরও শুনুন: 4 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- বাংলায় মিলল করোনার BF.7 ভ্যারিয়েন্টের খোঁজ, আক্রান্ত ৪
আরও শুনুন: 3 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- আপাতত স্থগিত অমিত শাহের বঙ্গ সফর, অনিশ্চিত মোদি-নাড্ডার সভাও
বিস্তারিত খবর:
1. বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় বাংলার বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভালভাবে খতিয়ে দেখে বিহারের ৪ হামলাকারীকে চিহ্নিত করেছে বিহার পুলিশ ও আরপিএফ। তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। এই তথ্য সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। এদিন গঙ্গাসাগরে দাঁড়িয়ে তিনি বলেন, “বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়। বন্দে ভারতে পাথর ছুঁড়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হয়েছে। যারা ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়েও এদিন সরব হন বাংলার প্রশাসনিক প্রধান। বলেন, “বন্দে ভারত তো পুরনো ট্রেনকে রং করে চালিয়ে দিয়েছে। গত ১১ বছরে রাজ্যকে একটা নতুন ট্রেনও দেয়নি। বরং বহু ট্রেন বন্ধ করে দিয়েছে।” বন্দে ভারত ইস্যুতে বাংলার সমালোচনা করে বিপাকে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব-ও। রীতিমতো ঢোক গিলতে বাধ্য হয়েছেন তাঁরা। এই নিয়ে বিজেপিকে তুলোধোনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। টুইটারে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘মিথ্যের জনক’ বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, “বিরোধী দলনেতা নির্লজ্জের মতো ভুয়ো ভিডিও শেয়ার করেছেন। পাথর ছোঁড়া হয়েছে বিহারে, বাংলায় নয়। বাংলার গুন্ডামিকে প্রশয় দেয় না। বিজেপি আবারও মিথ্যে ছড়িয়ে রাজ্য়ের শান্তিভঙ্গ করার চেষ্টা করেছে।” বন্দে ভারতের পাশাপাশি আবাস যোজনা নিয়েও এদিন গঙ্গাসাগর থেকে সরব হন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। এ নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র শুধু রাজনৈতিক কারণে রাজ্যে আলাদা আলাদা দল পাঠাচ্ছে। রাজনৈতিক কারণেই বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হচ্ছে বলেও এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
2. নিয়োগ দুর্নীতি মামলায় ফের বাতিল চাকরি। বৃহস্পতিবার মোট ৬১ জনের মামলার শুনানিতে ৫৯ জনের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় এখনও পর্যন্ত চাকরি হারালেন মোট ২৫২ জন প্রাথমিক শিক্ষক। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে বেআইনি নিয়োগের অভিযোগে ২৬৮ জনকে বরখাস্ত করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার দফায় দফায় হলফনামা জমা দিলেন ওই বরখাস্ত হওয়া শিক্ষকেরা। প্রথম দফায় ৫৩ জন, এরপর ১৪০ জনের নিয়োগ বাতিল ঘোষণার পর, এদিন ফের ৫৯ জনের ক্ষেত্রে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি।
এদিকে ডিএলএড কোর্সে ভরতিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। এদিন হাই কোর্টের প্রধান বিচারপতি পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন, “পিছনের দরজা দিয়ে ভরতি নিচ্ছেন? এনসিটিই-র গাইডলাইন অমান্য করেন কীভাবে?” আদালতের নির্দেশ, ১৯ জানুয়ারি পর্যন্ত কোনও আবেদনপত্র গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ায় কার্যত চাপ বাড়ল পর্ষদের উপরে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।