‘আমি থাকতে CAA-NRC নয়’। মোদির নাগরিকত্বের গ্যারান্টির পালটা হুঁশিয়ারি মমতার। বকেয়া ইস্যুতে কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ নেত্রীর। আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বামেদের।শিক্ষা ইস্যুতে ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল দ্বৈরথ। রাজনৈতিক উদ্দেশে বিশ্ববিদ্যালয়গুলিকে ব্যবহারের অভিযোগ। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। বিজেপির আগেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের। সরকারি চাকরি থেকে সংরক্ষণের টোপ, ৫ ন্যায়ের ভিত্তিতে ২৫ গ্যারান্টির ঘোষণা রাহুলদের।
হেডলাইন:
আরও শুনুন: 4 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- এক দেশ, এক দলই বিজেপির নীতি, কোচবিহার থেকে তোপ মমতার
আরও শুনুন: 3 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- গোষ্ঠীদ্বন্দ্ব রেয়াত করা হবে না, বীরভূম থেকে কড়া বার্তা অভিষেকের
বিস্তারিত খবর:
1. “আমি থাকতে, আমাদের সরকার থাকতে সিএএ, এনআরসি করতে দেব না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের গ্যারান্টির জবাবে চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টাকে বিজেপির চক্রান্ত বলে উল্লেখ করে মানুষকে সতর্ক হওয়ার বার্তা দিলেন তিনি। মোদির আশ্বাসের জবাবে শুক্রবার তুফানগঞ্জ থেকে মমতা বলেন, “পাশের রাজ্য অসম দেখেছেন, কত লোক মারা গেছে? ওখানকার মতোই ডিটেনশন ক্যাম্পে আপনাকে রেখে বলা হবে, বাংলাদেশ থেকে আপনার বাবা-মায়ের সার্টিফিকেট নিয়ে আসুন। পারবেন তো আনতে?” বিজেপির প্রার্থীরা কেন সিএএ-তে আবেদন করছে না, সে প্রশ্নও তুলেছেন মমতা। অন্যদিকে লোকসভার আগে ফের কেন্দ্রীয় বকেয়া নিয়ে বিজেপি সরকারকে নিশানা করলেন তিনি। অভিষেকের পর মমতার চ্যালেঞ্জ, গত ৩ বছরে বাংলাকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ বাবদ কত টাকা দিয়েছে, সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। নেত্রীর আরও দাবি, বাংলায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার চেয়ে ঢের বেশি দুর্নীতি হয়েছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। এই ইস্যুতে টেটের চাকরির কথা তুলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নাম না করে বিঁধলেন মমতা। সন্দেশখালিকেও গুরুত্ব না দিয়ে মমতার বক্তব্য, “সন্দেশখালি কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রাম নয়। সন্দেশখালিতে কেউ মারা যায়নি।” এদিকে মোদিকে নিয়ে অসাংবিধানিক শব্দ ব্যবহারের অভিযোগে মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি।
2. লোকসভা নির্বাচনে আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বামেদের। সন্দেশখালি কাণ্ডকে হাতিয়ার করে যেভাবে বসিরহাট কেন্দ্রে ঘুঁটি সাজাতে ব্যস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি, তারই ছাপ পড়ল সিপিএমের পঞ্চম দফার প্রার্থী তালিকায়। দীর্ঘদিন ধরে বামফ্রন্টের তরফে যে বসিরহাট আসনে লড়াই করে এসেছে সিপিআই, এবার সেখানে সিপিএমের প্রার্থী সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার হওয়া নিরাপদ সর্দার। এ ছাড়াও আরও চার আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ব্যারাকপুরে সিপিএমের প্রতীকে প্রার্থী হচ্ছেন অভিনেতা দেবদূত ঘোষ। ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে যুব নেতা প্রতিকুর রহমানকে। বারাসত আসনে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লক নেতা প্রবীর ঘোষ, ঘাটাল আসনে বাম প্রার্থী হিসাবে লড়বেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়।
এদিকে লোকসভা নির্বাচনের মুখে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফেরও। হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে লড়ার হুংকার দিলেও সেখানে থাকছেন না নওশাদ সিদ্দিকি। বদল বসিরহাট আসনেও। বারাকপুর, যাদবপুর সহ এবার মোট ৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।