স্থগিত আর জি কর মামলার সুপ্রিম শুনানি। বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, বিজ্ঞপ্তি শীর্ষ আদালতের। তবে রিপোর্ট জমা দেবে সিবিআই। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ। সন্দীপ-ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বদলিতে ক্ষুব্ধ কাকদ্বীপ। দাবি, বিচার না মেলা পর্যন্ত কাজে যোগ নয়। ‘থ্রেট কালচার’ নিয়ে সরব উত্তরবঙ্গ মেডিক্যাল। কংগ্রেসে যোগ দিতে পারেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ দুই প্রতিবাদী কুস্তিগিরের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, বিজ্ঞপ্তি শীর্ষ আদালতের। ফলে চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের মামলা ঘিরে অনিশ্চয়তা। তবে শোনা যাচ্ছে, রিপোর্ট জমা দেবে সিবিআই।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা। বৃহস্পতিবারের শুনানির দিকে তাকিয়ে প্রহর গুনছিল বাংলা-সহ দেশ। শুনানির আগের রাতে ফের রাত দখলের ডাক উঠেছে। এদিকে বুধবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হল, প্রধান বিচারপতি ৫ সেপ্টেম্বর আদালতে বসবেন না। ফলে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সঙ্গে তাঁর বেঞ্চ বৃহস্পতিবার বসছে না। মামলার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
2. এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর দাবি, কলকাতা হাই কোর্ট এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার আগে শুনানিতে তাঁর কোনও বক্তব্যই শুনতে চায়নি। হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে অযথা দুর্নীতি কাণ্ডকে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। আগামী ৬ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা।
আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনার পর রাডারে সন্দীপ ঘোষ। এই আবহে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতি, ‘থ্রেট কালচার’ জারি রাখার অভিযোগ উঠে এসেছে। আইএমএ-র পর স্বাস্থ্যভবনও সাসপেন্ড করেছে তাঁকে। আর্থিক দুর্নীতি ইস্যুতে প্রাক্তন অধ্যক্ষকে ৮ দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।