মালদহের মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার দেড় কোটি টাকা। গরুপাচার মামলায় সিআইডির জালে এনামুল হক ঘনিষ্ঠ পাচারকারী। মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেগা ব়্যালি কংগ্রেসের। পথ দুর্ঘটনায় প্রয়াত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু গুলাম নবি আজাদের। ঝাড়খণ্ডের দুমকায় ধর্ষণ করে খুন নাবালিকাকে।
হেডলাইন:
আরও শুনুন: 3 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- আল কায়দা জঙ্গি সন্দেহে মুম্বইতে ধৃত ডায়মন্ড হারবারের ২ যুবক
বিস্তারিত খবর:
1. টানা জেরা ও বাড়িতে তল্লাশির পর গ্রেপ্তার মালদহের মাছ ব্যবসায়ী। তাঁর বাড়ি থেকে মোট উদ্ধার হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা। জানা গিয়েছে, জয়প্রকাশ সাহা নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ছিল। ফলত তদন্তকারীদের নজরে ছিলেন জয়প্রকাশ সাহা। সেই কারণেই রবিবার সকালে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিআইডির আধিকারিকরা। ব্যবসায়ীকে জেরা করে শুরু করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পান তাঁরা।রবিবার ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিআইডির আধিকারিকরা। জেরার পাশাপাশি চলে তল্লাশি। সেই সময়ই উদ্ধার হয় টাকার পাহাড়! সেখান থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা। সিআইডি এসপি আনিস সরকার জানিয়েছেন, “ইতিমধ্যেই একটা মামলা করা হয়েছে। তবে এই ব্যবসায়ী সরাসরি যুক্ত ছিলেন কি না, সেটা তদন্ত সাপেক্ষ।” জয়প্রকাশ সাহাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করলে আরও বহু তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
2. এবার গরুপাচার মামলায় সিআইডির জালে এনামুল হক ঘনিষ্ঠ পাচারকারী। বহরমপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গরুপাচারের তদন্তে নেমে এটাই সিআইডির প্রথম গ্রেপ্তারি। ধৃত জেনারুল শেখের বাড়ি জঙ্গিপুরের জালিবাগান এলাকায়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, জেনারুল গরু পাচারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার কাছে গরু পাচারের বিভিন্ন প্রমাণ পেয়েছে সিআইডি। সূত্রের খবর, জেনারুল শেখ খোয়ার চালাতেন। সীমান্তবর্তী এলাকা থেকে বিএসফ যে গরুগুলোকে আটক করত সেই গরু নিজের খোয়ারে রাখত জেনারুল। বাংলাদেশে বহু গরু পাচার হয়েছে বলতে জানতে পেরেছে সিআইডি। কীভাবে সেই গরু পাচার হত, বিএসএফের সঙ্গে যোগসূত্র ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে সিআইডি। রবিবার জঙ্গিপুর মহকুমা আদলতে তুলে জেনারুলকে নিজেদের হেফাজতে নিতে চায় সিআইডি বলে জানা গেছে। এদিন তাঁকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।