প্রয়াত অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাবে এবার রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। অবশেষে শান্তি ফিরল বিশ্বভারতীতে। পাকিস্তানে নাশকতা। শততম ম্যাচে নজির বিরাটের।
হেডলাইন:
আরও শুনুন: 3 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- অখিলেশের প্রচারে বারাণসী থেকেই বিজেপিকে উৎখাতের ডাক মমতার
আরও শুনুন: 2 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- ‘যত জিতব তত নম্র হতে হবে’, পুরভোটে সবুজ ঝড়ের পর বার্তা মমতার
বিস্তারিত খবর:
1. বিশ্বক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কো সামুইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার সকালেই খবর ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার রডনি মার্শ প্রয়াত হয়েছেন। সন্ধে নামতেই আরও একটি দুঃসংবাদ ক্রিকেট দুনিয়াকে প্রায় বিধ্বস্ত করে দিল। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন আর নেই। থাইল্যান্ডের কো সামুইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
ওয়ার্নের ম্যানেজমেন্টের তরফে শুক্রবার জানানো হয়, হৃদরোগের কারণেই মারা গিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। ম্যানেজমেন্টের তরফে এমনও লেখা হয়েছে, সাড়া দিচ্ছিলেন না ওয়ার্ন। চিকিৎসকদের মরিয়া চেষ্টা সত্ত্বেও ওয়ার্নকে বাঁচানো সম্ভব হয়নি। ১৫ বছর ধরে মাতিয়েছেন ক্রিকেট মাঠ।
এই ১৫ বছরের ক্রিকেটজীবনে খেলেছেন ১৪৫ টি টেস্ট ম্যাচ। খেলেছেন ১৯৪টি ওয়ানডে। ১৪৫টি টেস্ট ম্যাচ থেকে ওয়ার্ন সংগ্রহ করেছেন ৭০৮টি উইকেট। ১৯৪টি ওয়ানডে থেকে কিংবদন্তি লেগ স্পিনারের ঝুলিতে ২৯৩টি উইকেট। ১৯৯৩ সালের অ্যাশেজ সফরে ইংল্যান্ডের ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে যে বলে বোল্ড করেছিলেন তা শতবর্ষের সেরা ডেলিভারি হিসেবে খ্যাত। ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন তেণ্ডুলকরের সঙ্গে তাঁর ব্যাট ও বলের দ্বৈরথ সবারই জানা। ক্রিকেট মাঠের আনাচকানাচে তিনি রেখে গিয়েছেন অসংখ্য মণিমুক্তো। ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটমহল। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ টুইট করে জানিয়েছেন, তিনি এই খবর বিশ্বাসই করে উঠতে পারছেন না। জীবন ক্ষণস্থায়ী। এই খবর বিশ্বাস করা রীতিমতো কঠিন। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার ওয়ার্নের প্রয়াণের খবরে বিধ্বস্ত।
2. নিরপেক্ষ কূটনীতির সুফল পাচ্ছে ভারত। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে এবার উদ্যোগী হল খোদ রাশিয়া। রাশিয়ার সংবাদসংস্থা TASS সূত্রের খবর, যুদ্ধবিধ্বস্ত খারকভে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে রাশিয়া ১৩০টি বাস পাঠাচ্ছে। এই বাসে করেই ভারতীয়-সহ অন্যান্য কয়েকটি দেশের নাগরিককে খারকভ থেকে বের করে নিয়ে যাওয়া হবে রাশিয়ারই বেলগ্রোড এলাকায়। সেখান থেকেই তাঁরা ভারতের বিমান ধরতে পারবেন।
এমনিতে ভারত সরকারের নির্দেশ পেয়ে ইউক্রেনে আটকে থাকা বেশিরভাগ ভারতীয় নিজেদের উদ্যোগে পাশের দেশগুলিতে চলে গিয়েছেন। বিদেশমন্ত্রক সূত্রের খবর, ৮০ শতাংশের বেশি ভারতীয় ইউক্রেন ছেড়ে পাশের চারটি দেশে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই তাঁদের দেশে ফেরানো হচ্ছে। কিন্তু এখনও যুদ্ধবিধ্বস্ত খারকভে প্রায় হাজার চারেক পড়ুয়া আটকে আছেন বলে খবর। সমস্যা হল, খারকভে এখনও যুদ্ধ পরিস্থিতি ভয়ংকর। এদিন দেশে ফেরার পথে ইউক্রেনে গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় পড়ুয়া। কিয়েভ ছেড়ে পোল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই পড়ুয়ার মতোই বিপদের সম্মুখীন হচ্ছেন বহু ভারতীয় পড়ুয়া। তাঁদের পক্ষে শহর ছাড়াটাও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের সাধারণ নাগরিকরাও ভারতীয়দের সেভাবে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে খারকভে আটকে থাকা পড়ুয়াদের ফেরানো নিয়ে চিন্তায় পড়তে হচ্ছিল ভারত সরকারকে।
এদিকে, ইউক্রেনে আটকে পড়া পডুয়াদের উদ্ধারের বিষয়টি নিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী। টুইটে এদিন তিনি লেখেন, “ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। প্রত্যেকের জীবন অত্যন্ত মূল্যবান। কেন উদ্ধারকাজে এতটা সময় লাগছে?” এরপরই মুখ্যমন্ত্রী লেখেন, “কেন্দ্রের কাছে আমার আরজি পর্যাপ্ত পরিমাণ বিমান পাঠিয়ে অবিলম্বে পড়ুয়াদের ফেরানোর ব্যবস্থা করা হোক।” তবে রাশিয়া যেভাবে ভারতীয় পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ নিচ্ছে তাকে ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।