বালেশ্বরের দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেলমন্ত্রীর। সুপ্রিম কোর্টেও দায়ের জনস্বার্থ মামলা। দুর্গতদের জন্য চালু নিখরচায় ওড়িশা-কলকাতা বাস পরিষেবা।ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃত রাজ্যের ৬২। মৃতের পরিবার পিছু ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মমতার। আপাতত ৮ শতাংশ হারে ডিএ পাবেন নির্দিষ্ট কয়েকটি স্কুলের শিক্ষকরা। ওড়িশা দুর্ঘটনার মধ্যেই প্রকাশ্যে সেতু বিপর্যয়ের ঘটনা। ভাগলপুরে নদীর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু।
হেডলাইন:
আরও শুনুন: 2 জুন 2023: বিশেষ বিশেষ খবর- ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত আপ করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি
বিস্তারিত খবর:
1. করমণ্ডল দুর্ঘটনার কারণ নিয়ে অবশেষে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন,”রেলওয়ে সুরক্ষা কমিশন এ নিয়ে তদন্ত করছে। তদন্ত রিপোর্ট আসুক। কিন্তু আমরা দুর্ঘটনার কারণ আর কারা এর জন্য দায়ী, তা জানতে পেরেছি।” রেলমন্ত্রী আরও বলেন,”এটা ঘটেছে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পরিবর্তনের জন্য। আপাতত লাইন সারাই করাই আমাদের লক্ষ্য।” সেইসঙ্গে তাঁর দাবি, এই দুর্ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে। রেলমন্ত্রকের তরফে এই সুপারিশ করা হয়েছে বলেই জানিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি বালেশ্বরের দুর্ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নজদারিতে দুর্ঘটনার তদন্তে দাবিতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। দুর্ঘটনা এড়াতে ভারতীয় রেলের প্রতিটি ট্রেনে ‘কবচ’ বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে শীর্ষ আদালতে। অন্যদিকে বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। এমন পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছেন না অনেকেই। তাঁদের সমস্যা মেটাতে বিশেষ বাস পরিষেবা চালু করল ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এদিন জানিয়েছেন ঘোষণা করেন, পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতা পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু হচ্ছে। একেবারে বিনামূল্যে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন আটকে পড়া যাত্রীরা। রোজ ৫০টি করে বাস চলবে। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই পরিষেবা চলবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই পরিষেবার জন্য যাবতীয় খরচ করা হবে বলেই জানিয়েছেন নবীন পট্টনায়েক।
2. ওড়িশার ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। আহত অবস্থায় হাসপাতালে ৭৩। তবে এখনও শনাক্ত করা যায়নি ১৮২ জনকে। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘটনার যাবতীয় তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। দুর্ঘটনা থেকে ফিরে আসা প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এদিকে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জন্য ফের রেলমন্ত্রকের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যাত্রীদের সুরক্ষার জন্য কিছুই করেনি কেন্দ্র। তিনি রেলমন্ত্রী থাকাকালীন যা করে গিয়েছিলেন, তার জন্য রেল দুর্ঘটনা অনেকটা কমেছে। পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পদপ্ত্যাগ দাবি না করলেও, রেলমন্ত্রী সত্যটা সবার সামনে বলুন, এমনটাই দাবি তাঁর। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন রেলের অ্যান্টি কলিশন ডিভাইসের প্রস্তাব দিই। এছাড়াও নিউ সিগন্যাল সিস্টেম, ম্যানড লেভেল ক্রসিংয়ের কথাও বলেছিলাম। এর জন্যই দুর্ঘটনার সংখ্যা কমেছে।” ফলে বর্তমান মোদি সরকারের এর নেপথ্যে কোনও কৃতিত্ব নেই বলেই দাবি করেন মমতা। পাশাপাশি তিনি এও বলে দেন, রেলের সুরক্ষার জন্য কিছুই করেনি কেন্দ্র।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।